নিউজশর্ট ডেস্কঃ সরকারি কর্মচারীদের জন্য রয়েছে বিরাট সুখবর। কেন্দ্রীয় সরকারের(Government) কর্মচারীরা জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বর্ধিত হারে ডিএ পাওয়ার পাশাপাশি আরো একাধিক অতিরিক্ত ভাতার অধীনে মোটা টাকা পাবেন। এই ভাতাগুলোর মধ্যে ওভারটাইম ভাতা, শিশুদের শিক্ষা ভাতা, ভ্রমণ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, নাইট ডিউটি এবং স্পেশাল ভাতার সমস্ত কিছু রয়েছে। গত ২ এপ্রিল ২০২৪-এ একটি অফিসিয়াল মেমোরেন্ডাম এমনটাই তথ্য জারি করেছে। আর এই সুবিধা দেশের এক কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারীরা পেয়ে যাবেন।
চলুন তাহলে সরকারি কর্মীদের কোন কোন ভাতা কত পরিমাণ বেড়েছে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
১) শিশু যত্নের জন্য বিশেষ ভাতা: মূলত মহিলা সরকারি কর্মচারীদের এই ভাতা দেওয়া হয়। যাদের ছোট এবং প্রতিবন্ধী শিশু রয়েছে তাদের প্রত্যেক মাসে ৩০০০ টাকা করে এই বিশেষ ভাতা দেওয়া হয়।
২) নাইট ডিউটি সুবিধা ভাতা: সপ্তম বেতন কমিশনের অধীনে নাইট ডিউটি ভাতার ক্ষেত্রেও সংশোধন করা হয়েছে। রাত দশটা থেকে সকাল ছটার মধ্যে যে সমস্ত কর্মীরা নাইট ডিউটি করবেন তাদের প্রত্যেক ঘন্টার জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে।
আরও পড়ুন: RBI: বাজারে চলছে না ১ থেকে ১০ টাকার কয়েন? বড়সড় অ্যালার্ট জারি RBI-র
৩) স্পেশ্যাল ভাতা: সপ্তম বেতন কমিশনের অধীনে সংসদের কাজের সম্পূর্ণভাবে নিযুক্ত ব্যক্তিদের বিশেষ ভাতা ৫০ শতাংশ বৃদ্ধি করা হবে। এক্ষেত্রে সহকারীরা পাবেন দেড় হাজার টাকা এবং UDC-রা পাবেন ১২০০ টাকা পর্যন্ত দেওয়া হবে।
৪) ওভারটাইম ভাতা: যেসব কর্মচারীরা বিপদজনক দায়িত্বে নিয়োজিত রয়েছেন বা যাদের কাজ নির্দিষ্ট সময়ের বেশি এবং স্বাস্থ্যের উপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। তাদেরকে এই ভাতা দেওয়া হবে।
৫) শিশু শিক্ষা ভাতা: কেন্দ্রীয় কর্মচারীরা ভাতা ৫০% হওয়ার পর শিশুশিক্ষা ভাতা উন্নীত হয়েছে। এই ভাতা হোস্টেল ভর্তুকির ক্ষেত্রে শুধুমাত্র দুই সন্তানের জন্য দাবি করা যেতে পারে। হোস্টেল ভর্তুকির পরিমাণ প্রত্যেক মাসে ৬৭৫০ টাকা। আবার কোন কেন্দ্রীয় কর্মচারী যদি একটি প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে শিশু শিক্ষা ভাতা স্বাভাবিকের থেকে দ্বিগুণ হয়ে যাবে।
৬) ভ্রমণ ভাতা: বিভিন্ন শহরের বিভাগ অনুযায়ী কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভ্রমণ ভাতা বাড়ানো হয়েছে।
৭) বাড়ি ভাড়া ভাতা: বাড়ি ভাড়া ভাতা ২৭ শতাংশ থেকে বেড়ে ৩০ শতাংশ করা হয়েছে।
৮) মহার্ঘ্য ভাতা: কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ এবং পেনশনভোগীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করা হয়েছে।