নিউজ শর্ট ডেস্ক: এলআইসির (LIC) বিভিন্ন ধরনের পলিসি (Policy) আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয়। এই মুহূর্তে ভারতের বৃহত্তম এই বীমা সংস্থার অধীনে একাধিক পলিসি রয়েছে। যার দ্বারা বছর বছর উপকৃত হয়ে চলেছেন আমাদের দেশের কোটি কোটি মানুষ। এলআইসি’র এমনই একটি জনপ্রিয় পলিসি রয়েছে যেখানে ২,০২৫ টাকা জমা করে পরবর্তীতে ১৪ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে।
তবে এই স্কিমের বিশেষত্ব হল এই স্কিমটি শুধুমাত্র মেয়েদের জন্যই তৈরি। যা এলআইসির কন্যাদান পলিসি (Kanyadan Policy) নামে পরিচিত। এখানে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে টাকা পয়সা জমানো অনেক বেশি নিরাপদ এবং সুরক্ষিত।
অভিভাবকরা এই পলিসিতই টাকা জমা করে মেয়ের পড়াশোনা কিংবা তার বিয়ের খরচ নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন। এই পলিসির অধীনে দৈনিক এবং প্রতি মাসে উভয় ভাবেই টাকা জমা করা যেতে পারে।
যদি কেউ মনে করেন তিনি এই স্কিমে প্রত্যেক মাসে ২,২৫০ টাকা করে জমা করতে পারেন। প্রতি মাসে এইভাবে টাকা জমালে ২৫ বছর পর তিনি তার জমা করা সেই টাকা ম্যাচুরিটি হলে পাবেন মোট ১৪ লক্ষ টাকা।
আরও পড়ুন: ইমেল আইডি দিয়ে হতে পারে ব্যাঙ্ক জালিয়াতি! মুহূর্তের মধ্যে ফিনিশ আপনার কষ্টের টাকা!
এলআইসি-র এই কন্যাদান পলিসির আরও একটি বৈশিষ্ট্য হল এই পলিসিতে বিনিয়োগের টাকার পরিমাণ কেউ চাইলে বাড়াতে বা কমাতে পারেন। তবে তার প্রভাব পড়বে ম্যাচুরিটির হাওয়া টাকার পরিমাণের ওপরেও।
এই পলিসির নিয়ম অনুযায়ী যদি পলিসি হোল্ডার মারা যান তাহলে তিনি যাকে নমিনি করে যাবেন তিনি একবারে ১০ লক্ষ টাকা পর্যন্ত পাবেন। আর যদি ম্যাচিউরিটি পিরিয়ডের পর কারও মৃত্যু হয় তাহলে নমিনি এক্ষেত্রে ২৭ লক্ষ টাকা পর্যন্ত পাবেন। জানা যাচ্ছে এলআইসির এই পলিসি স্কিমে আবেদন করার জন্য মেয়ের বয়স হতে হবে কমপক্ষে এক বছর।