UPI Service

UPI Service: ব্যাঙ্কে গিয়ে আর ভিড় করতে হবে না, এবার এইভাবে জমাতে পারবেন টাকা!

নিউজশর্ট ডেস্কঃ এখন হাতে নগদ টাকা ছাড়াই বাইরে বেরিয়ে যাওয়া যায়। এর কারণ হলো বর্তমানে ডিজিটাল পেমেন্ট দারুন ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। গাড়ি ভাড়া থেকে শুরু করে খাওয়া-দাওয়া, কেনাকাটা সমস্ত কিছুই ইউপিআই(UPI) দিয়ে করে ফেলতে পারছেন সাধারণ মানুষ।

আর এবার এই ইউপিআই ব্যবহার করে আরো গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে পারবেন আমজনতা। যার জন্য আর ব্যাংকে যাওয়ারও দরকার পড়বে না। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তিন দিনের মুদ্রানীতি কমিটির বৈঠক সম্পন্ন হয়েছে। যে বৈঠকে ঠিক করা হয়েছে এবার থেকে ইউপিআই দিয়ে একাউন্টে টাকা জমা করার ব্যবস্থা চালু করা হবে।

এখনো পর্যন্ত টাকা জমা করতে হলে ব্যাংকের শাখায় যেতে হয়। তাই টাকা তোলার ক্ষেত্রে ইউপিআই-এর সুবিধা এবং এটিএম -এর সুবিধা থাকলেও জমা করার ক্ষেত্রেই সুবিধা নেই। যদিও CDM এটিএমগুলোতে এখন ক্যাশ ডিপোজিট করা যায়। তাই এগুলোর জন্য ব্যাংকের শাখায় না গিয়েও টাকা জমা করতে পারেন সাধারণ মানুষ। এর জন্য এটিএম কার্ডের প্রয়োজন হয়।

আরও পড়ুন: RBI: বাজারে চলছে না ১ থেকে ১০ টাকার কয়েন? বড়সড় অ্যালার্ট জারি RBI-র

এবার গ্রাহকদের আরো বেশি সুবিধা দেওয়ার জন্য এই CDM গুলোতে ইউপি-এর মাধ্যমে ক্যাশ ডিপোজিট বা টাকা জমা করার সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউপিআই-এর মাধ্যমে এটিএম-এ টাকা জমা করা গেলে গ্রাহকদের অনেক বেশি সুবিধা হবে। এর ফলে আর ব্যাংকের শাখায় গিয়ে ভিড় করতে হবে না। যার ফলে ব্যাংকের শাখাতে ও গ্রাহকদের অনেকটাই চাপ কমে যাবে।

যদিও এই ইউপিআই-এর মাধ্যমে টাকা জমা করার প্রক্রিয়া বা সুবিধা কবে থেকে চালু করা হবে সেই বিষয়ে এখনও আরবি-এর তরফ থেকে কোন ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে যে খুব শীঘ্রই সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে এই পরিষেবা চালু করা হবে।

Papiya Paul

X