SIM Card

SIM Card: কতদিন রিচার্জ না করলে বন্ধ হয়ে যায় সিম? ফ্যাসাদে পড়ার আগে জানুন নতুন নিয়ম!

নিউজ শর্ট ডেস্ক: অধিকাংশ মানুষই এখনকার দিনে স্মার্টফোনে দুটোর বেশি সিম (Sim) ব্যবহার করে থাকেন। একটা সিম কার্ড সর্বক্ষণের সঙ্গী হয়ে থাকে সকলেরই। তা সে অফিসের কাজে হোক  কিংবা ব্যক্তিগত প্রয়োজনে সর্বক্ষণ এই নাম্বার খুবই জরুরী হয়ে থাকে। তাই প্রত্যেক মাসেই একটি নাম্বারে নিশ্চিত ভাবে রিচার্জ (Recharge) করে থাকেন কমবেশি সকলেই।

এছাড়াও সেকেন্ডারি সিম হিসাবে অনেকই একটির বেশিও সিম কার্ড ব্যবহার করে থাকেন। কিন্তু এই দ্বিতীয় সিমটি অনেকেই সেভাবে রোজকার প্রয়োজনে ব্যবহার করেন না। মূলত জরুরী প্রয়োজনের জন্যই এই সেকেন্ডারি সিম কমবেশি রেখে দেন সকলেই।

কিন্তু অনেকেই মনের ভুলে সেই সিম রিচার্জ করতে ভুলে যান। তাছাড়া এখনকার দিনে যে হারে মোবাইলের রিচার্জ এর দাম বাড়ছে সে কথা বিবেচনা করেও অনেকেই দ্বিতীয় সিমটি রিচার্জ না করেই ফেলে রাখেন।

সিম কার্ড,Sim Card,রিচার্জ,Recharge,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কিন্তু দিনের পর দিন মোবাইলে সিম ভরে রাখবেন অথচ রিচার্জ করবেন না এমনটা কিন্তু উচিত নয় একেবারেই। আসলে দিনের পর দিন মোবাইলে রিচার্জ না করলে একটা সময় পরে সেই সিমের মালিকানা অন্য কারও  নামে করে দেয় সেই সিম কোম্পানি।

আরও পড়ুন: টাটার মুকুটে নতুন পালক! দেশজুড়ে এই নতুন রেকর্ড গড়লো Tata Group

নিয়ম অনুযায়ী একটানা ৬০ দিন রিচার্জ না করলে প্রথমে সেই সিমটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়। যদিও এরপরেও আরও ৬-৯ মাস সময় দেওয়া হয় যাতে তিনি নম্বরটি রিচার্জ করে আবার চালু করতে পারেন।  তবে রিচার্জ করার পরেও যদি কেউ সেই সিম ব্যবহার না করেন, তাহলে কোম্পানি অনেক সময় সতর্কবার্তাও দেয়।

সিম কার্ড,Sim Card,রিচার্জ,Recharge,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এরপরও গ্রাহক সিম চালু না করলে শেষ পর্যন্ত সিমের মেয়াদ শেষ করার প্রক্রিয়া শুরু করে কোম্পানি। অন্য গ্রাহকের কাছে সিম কার্ডের মালিকানা যেতে প্রায় এক বছর সময় লেগে যায়।।

Avatar

anita

X