Tata Steel

anita

Tata Steel: টাটার মুকুটে নতুন পালক! দেশজুড়ে এই নতুন রেকর্ড গড়লো Tata Group

নিউজ শর্ট ডেস্ক: দেশজুড়ে নতুন ইতিহাস তৈরি করল টাটা স্টিল (Tata Steel)। সম্প্রতি অপরিশোধিত ইস্পাত বা ক্রুড স্টিল উৎপাদনে এবার টাটা গোষ্ঠীর মুকুটে জুড়লো নতুন পালক। ২০২৩-২৪ অর্থবর্ষ সবেমাত্র শেষ হয়েছে। আর তারপর চলতি মাস থেকেই শুরু হয়েছে ২০২৪-২৫ এর নতুন অর্থ বর্ষ। তবে গত অর্থ বর্ষে ভারতে ইস্পাত উৎপাদন করে দুর্দান্ত রেকর্ড করেছে টাটা স্টিল।

   

হিসাব বলছে গত বর্ষে অর্থবর্ষে ভারতে মোট ২ কোটি ৮ লক্ষ মেট্রিক টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন  করেছে টাটা স্টিল। যা দেশীয় বাজারে টাটা স্টিলের সর্বোচ্চ সাফল্য। জানা গেছে গত ২২-২৩ অর্থ বর্ষের তুলনায় গত বছরে সারা দেশে প্রায় ৪ % অপরিশোধিত ইস্পাত উৎপাদন বাড়িয়েছে টাটা স্টিল।

তারই মধ্যে গত অর্থ বর্ষের শেষ ত্রৈমাসিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যেই প্রায় ৫৩ লক্ষ ৮০ হাজার মেট্রিক টন ইস্পাত উৎপাদন করে সবাইকে অবাক করে অবাক করে দিয়েছে টাটা সিল। এক লাফেই দেশীয় বাজারে ৯ শতাংশ হারে বেড়েছে ইস্পাতের সরবরাহ।

টাটা স্টিল,Tata Steel,রতন টাটা,Ratan Tata,নতুন রেকর্ড,New Record,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

অর্থাৎ বোঝাই যাচ্ছে ভারতের বাজারে দিনের পর দিন বাড়ছে স্টিলের চাহিদা। তবে দেশীয় বাজারে এই আকাশছোঁয়া সাফল্য মিললেও বিদেশে কিন্তু সদ্য শেষ হওয়া অর্থবর্ষে কিছুটা হোঁচটই খেয়েছে টাটা স্টিল।

আরও পড়ুন: এখন আর ১৬ ঘন্টা নয়, মাত্র দেড় ঘণ্টায় পৌঁছে যান সিকিম, রইল বিমানে যাওয়ার টাইমটেবিল

এই যেমন নেদারল্যান্ডসে ২০২৩-২৪ অর্থবর্ষে টাটা স্টিল অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে মাত্র ৪০ লাখ ৮০ হাজার মেট্রিক টন। যা পরিসংখ্যানের বিচারে গত অর্থবর্ষের তুলনায় প্রায় ২৪ শতাংশ কম।

টাটা স্টিল,Tata Steel,রতন টাটা,Ratan Tata,নতুন রেকর্ড,New Record,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

 

একই ছবি ব্রিটেনেও। টাটা স্টিলের এই উৎপাদন ধাক্কা খেয়েছে ব্রিটেনের বাজারেও। গত ২০২৩-২৪ অর্থবর্ষে মার্কিন মুলুকে টাটা স্টিল উৎপাদন করেছে প্রায় ৩০ লাখ ২ হাজার মেট্রিক টন অপরিশোধিত ইস্পাত। পরিসংখ্যানের হিসাবে এটাও আগের অর্থবর্ষের তুলনায় অনেকটাই কম।