Basanta Utsav

Basanta Utsav: দোলের দিন অনুষ্ঠান করেনি বিশ্বভারতী, এদিন পালিত হল বসন্ত উৎসব! এন্ট্রি নেই সাধারণের

নিউজশর্ট ডেস্কঃ দীর্ঘদিনের প্রথা ভেঙে বসন্ত উৎসবের(Basanta Utsav) দিনের বদলে আজ অর্থাৎ ১০ই এপ্রিল বিশ্বভারতীতে হলো বসন্ত উৎসব। মঙ্গলবার বৈতালিক ও সন্ধেয় শাস্ত্রীয় অনুষ্ঠানের বসন্ত বন্দনার অনুষ্ঠান শুরু হয়। এরপর বুধবার বিশ্বভারতীর ক্যাম্পাসে সকাল সাড়ে ছ’টায় গৌর প্রাঙ্গনে বৈতালিক শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্যামা নৃত্যনাট্যের মধ্যে দিয়ে বসন্ত বন্দনা পালন করা হয়।

গত বছরের মত এ বছরেও দোলে বিশ্বভারতী ক্যাম্পাসে জনসাধারণের জন্য বসন্ত উৎসব পালন হয়নি। এর বদলে শান্তিনিকেতনে বসন্ত বন্দনার আয়োজন করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সাধারণের প্রবেশে একেবারেই নিষেধাজ্ঞা জারি করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ।

যদিও বিশ্বভারতীতে বসন্ত উৎসব বন্ধ হলেও বসন্ত উৎসবের দিন রংয়ের উৎসবে মেতে উঠেছিল শান্তিনিকেতন। বলাই বাহুল্য বিশ্বভারতীর বসন্ত উৎসব এবং পৌষ মেলা দেশ-বিদেশের পর্যটক সহ রাজ্যের মানুষদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান।

আরও পড়ুন: Travel: ভ্যাপসা গরমেও মন থাকবে বিন্দাস, ছুটিতে ঢুঁ মারুন কলকাতার কাছের এই পার্ক থেকে

কিন্তু ২০১৯ সাল থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ এই বসন্ত উৎসব বন্ধ করে দিয়েছে। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হয়ে যাবার পরেও এই নিয়মের কোন পরিবর্তন ঘটেনি। এদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়ে উপাচার্য সমস্ত ভবনের অধ্যক্ষ, রেজিস্টার, পড়ুয়া, কর্মী, অধ্যাপক সকলে মিলে বসন্ত বন্দনা সম্পন্ন হয়।

Papiya Paul

X