নিউজশর্ট ডেস্কঃ স্বাস্থ্য বীমার(Health Insurance) ক্ষেত্রে এবার গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে নিয়মে বিরাট পরিবর্তন আনল আইআরডিএআই। এতদিন পর্যন্ত হাইপার টেনশন, ডায়াবেটিস, থাইরয়েড, হাঁটুর সমস্যার মত রোগের চিকিৎসার ক্ষেত্রে সুবিধা পাওয়ার জন্য গ্রাহককে স্বাস্থ্য বীমা নেওয়ার পরে চার বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো।
অর্থাৎ পলিসি নেওয়ার আগে যদি গ্রাহকের এরকম কোন রোগ থাকে। তাহলে এই রোগের চিকিৎসা সংক্রান্ত সুবিধা নিতে হলে চার বছর পর ইন্সুরেন্সের সুবিধা পেতেন। তবে এবার এই নিয়মের কিছু পরিবর্তন আসতে চলেছে। আইআরডিএআই জানিয়েছে যে ১ এপ্রিল থেকে এই সব রোগের চিকিৎসার জন্য সুবিধা পাবার ক্ষেত্রে অপেক্ষা করার সময়সীমা ৪৮ মাস থেকে কমিয়ে ৩৬ মাস করা হচ্ছে।
অর্থাৎ এবার থেকে পলিসি নেওয়ার তিন বছর পরে এই সমস্ত রোগের চিকিৎসা করার ক্ষেত্রে স্বাস্থ্য বীমার সুবিধা পেয়ে যাবেন গ্রাহকেরা। তবে কোন বীমা সংস্থা যদি গ্রাহককে পলিসি নেওয়ার পর সঙ্গে সঙ্গেও এই সমস্ত রোগের ক্ষেত্রে চিকিৎসার সুবিধা দিতে চায় তাহলে সেটা দিতে পারে। এক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা থাকলেও এই ক্ষেত্রে সর্বনিম্ন সময়সীমা কোন নেই।
তবে অনেকেই মনে করছেন যে আইআরডিএআই-এর নতুন নিয়মের ফলে বিভিন্ন সংস্থাগুলোর মধ্যে প্রতিযোগিতা আরো বাড়তে পারে। এর ফলে এই ওয়েটিং পিরিয়ডের সময়সীমা আরো কমিয়ে দিতে পারে অনেক সংস্থা। এই নতুন নিয়মের ফলে ১ এপ্রিল থেকে নতুন যে সমস্ত স্বাস্থ্য বীমা করানো হবে তার ক্ষেত্রে আইআরডিএআই নতুন নিয়মই কার্যকর হবে বলে জানা গিয়েছে। আর পুরনো যে সমস্ত স্বাস্থ্য বীমা রয়েছে সেগুলোর রিনুয়েলের থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়ে যাবে।