নিউজশর্ট ডেস্কঃ প্রত্যেকটি মানুষ অবসরের পর তার টাকা কোথা থেকে আসবে? কিভাবে নিজের জীবনযাপন চলবে? এই নিয়ে চিন্তা করে থাকেন। তবে বিশেষজ্ঞরা মনে করেন এই চিন্তা না করে অল্প বয়স থেকেই সঠিক জায়গায় বিনিয়োগ করা উচিত। এমনিতেই এখন বিভিন্ন কোম্পানির তরফ থেকে নানা রকমের স্কিম নিয়ে আসা হয়েছে, যার মধ্যে রয়েছে পেনশন স্কিম(Pension Scheme)।
তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন যে শুধুমাত্র সঞ্চয়ের উপর ভরসা করে অবসর জীবন কাটবে না। কারণ অনেক ক্ষেত্রে পর্যাপ্ত রিটার্ন নাও মিলতে পারে। এর পাশাপাশি আগামী দিনে রয়েছে মুদ্রাস্ফীতির যুগ। তাই সঠিক জায়গায় নিজের অর্থ বিনিয়োগ করা উচিত। আজকের এই প্রতিবেদনে এলআইসির কিছু পেনশন প্ল্যানের সম্পর্কে আপনাদেরকে জানাবো।
এলআইসির এমন কিছু প্ল্যান রয়েছে। যেখানে কম টাকা বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়া যায়। এর ফলে অবসর জীবন নিশ্চিন্তে কাটানো যায়। এমন কিছু স্কিম রয়েছে যেখানে প্রত্যেক মাসে এক লক্ষ টাকা পর্যন্ত পেনশন পাওয়ার সুবিধে রয়েছে। একটি জনপ্রিয় প্ল্যান হলো জীবন উৎসব প্ল্যান। যেখানে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়।
এখানে সীমিত সময়ের জন্য প্রিমিয়াম দিতে হয়। এর সঙ্গে গ্রাহক ১০ শতাংশ আয়ের সুবিধা পেয়ে যান। এই পলিসিতে ৫ থেকে ১৬ বছরের জন্য প্রিমিয়াম দিতে হয়। এর পাশাপাশি এই পলিসিতে পলিসি হোল্ডারের ডেথ বেনিফিট-এর সুবিধা রয়েছে। অর্থাৎ পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে প্রাথমিক প্রিমিয়াম বা বার্ষিক প্রেমিয়ামের সাত গুণ যেটা বেশি হবে সেটা দেওয়া হয়।
এছাড়া পলিসিও হোল্ডার যদি দীর্ঘ সময়ের জন্য নিজের পলিসি চালিয়ে যেতে চান। তাহলে তার আয় হিসেবে মূল বীমা করা অর্থের ১০% দেওয়া হয়। এলআইসি জীবন উৎসব প্ল্যানে বয়স এবং আর্থিক অবস্থার ওপর ভিত্তি করেই প্রিমিয়াম নির্বাচন করা হয়। যদি কারোর ২৫ বছর হয় এবং তিনি ১০ লক্ষ টাকার বীমা চান এবং ১২ বছর প্রিমিয়াম দেন তাহলে তাকে প্রথম বছরে ৯২,৫৩৫ টাকা দিতে হবে এবং দ্বিতীয় বছর থেকে ১২ বছর ৯০,৫৪২ টাকা দিতে হবে। এরপরই ৩৯ বছর থেকে ১০০ বছর পর্যন্ত টানা এক লক্ষ টাকা করে পলিসি হোন্ডার পেনশন পেয়ে যাবেন।