Electricity Bill

Electicity Bill: AC চালানোর কথা ভুলে যান, মে মাস থেকে বাড়তে চলেছে বিদ্যুতের খরচ! কত খরচ বাড়বে?

নিউজশর্ট ডেস্কঃ যতদিন বাড়ছে গরমের তাপমাত্রা ততই বেড়ে চলেছে। আর এই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সবসময় মানুষের ঘরে এসি, পাখা কিংবা কুলার চলছে। আর এর ফলে বিদ্যুতের বিলও(Electricity Bill) তরতড়িয়ে বেড়ে চলেছে। এমনিতেই গরমকালে বারে বারে লোডশেডিং, ভোল্টেজ কমে যাওয়া ইত্যাদি নানা সমস্যা শুরু হয়।

তবে এবার মে মাস থেকে নতুন সমস্যা শুরু হবে বলে আশঙ্কা করছেন বহু মানুষ। আপনারা নিশ্চয়ই ভাবছেন মে মাসে তাহলে কি হতে চলেছে? এই বিষয়ে সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই পুরো প্রতিবেদনটি পড়ে ফেলুন। চারিদিক থেকে শোনা যাচ্ছে যে মে মাস থেকে বিদ্যুতের বিল অনেকটাই বেড়ে যাবে।

প্রায় ৩০ লক্ষ গ্রাহককে এই বেশি বিদ্যুৎ বিলের আওতায় পড়তে হতে পারে। আগামী দিনে ইউনিট প্রতি বিদ্যুতের খরচ অনেকটাই বেড়ে যাবে। তবে আপনাদের জন্য আরও একটি সুখবর রয়েছে। সেটি হলো এই বাড়তি বিদ্যুতের খরচ সকলকে বহন করতে হবে না।

Electricity Bill

আরও পড়ুন: RBI: খোলা যাবে না নতুন একাউন্ট! এই প্রাইভেট ব্যাঙ্কের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি RBI-র

যাদের বাড়িতে আদানি ইলেকট্রিসিটির বিদ্যুৎ সরবরাহ হয় তাদের সামনের মাস থেকে বিদ্যুতের খরচ বাড়বে। অর্থাৎ আদানি ইলেকট্রিসিটির ৩০ লক্ষ গ্রাহক বড়সড় ধাক্কা খেতে চলেছে। মহারাষ্ট্র ইলেকট্রিসিটির রেগুলেটরই কমিশন এই সংস্থাটিকে বিদ্যুতের বিলে জ্বালানি সারচার্জ আরো বেশি করার অনুমতি দিয়েছে। এই জ্বালানি সমন্বয়ে ফি পুনরুদ্ধারের জন্য এই বৃদ্ধি মে থেকে আগস্ট মাস পর্যন্ত অব্যাহত থাকবে।

এবার নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে যে বিদ্যুতের খরচ কতটা বাড়বে? আগামী মাস থেকে জ্বালানি সারচার্জ প্রত্যেক ইউনিট ৭০ পয়সা থেকে বাড়িয়ে ১.৭০ টাকা করার প্রস্তাব পাঠানো হয়েছিল। এরপর এই প্রস্তাবের সোমবার গ্রিন সিগন্যাল দিয়েছে কমিশন। ২০২৪ সালের মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত বর্ধিত মূল্য গ্রাহকদের জ্বালানি সারচার্জ হিসেবে নেওয়া হবে।

Papiya Paul

X