Crorepati Plan

Crorepati Plan: মাত্র ৫ হাজার কামিয়েও হতে পারেন কোটিপতি! শুধু এই সিক্রেটটা জেনে কাজে লাগাতে হবে

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রায় প্রত্যেকটি মানুষেরাই চান ভালোভাবে জীবন কাটাতে। তাই ধনী হওয়ার বাসনা কম-বেশি সকলের মধ্যেই থাকে। তবে ধনী হতে চাইলে আপনাকে সঠিক লক্ষ্যে এগোতে হবে। অনেকেই আছেন যারা সঠিকভাবে প্ল্যান না করে তাড়াহুড়ো করেন। সেক্ষেত্রে কখনোই আপনার মনের আশা পূরণ হবে না। ধনী হওয়ার নির্দিষ্ট কোন ফর্মুলা নেই।

তবে এখন থেকে কিছু সঞ্চয় করতে পারলে ভবিষ্যতে আরাম করে থাকতে পারবেন। শুধু ভাবলেই কিন্তু কোটিপতি হতে পারবেন না। এর জন্য আপনার লক্ষ্য স্থির রাখতে হবে এবং সেই লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলতে হবে। আপনার কাছে অল্প পয়সা থাকলেও সঠিকভাবে তা পরিচালনা করতে পারলে কোটিপতি(Low Investment Crorepati Plan) হওয়া সম্ভব। এর জন্য প্রয়োজন হবে সঠিক জায়গায় লগ্নি করা। তবে সঠিক জায়গায় বিনিয়োগ মানেই কিন্তু মোটা টাকার প্রয়োজন আছে এমনটা নয়।

আপনি ছোট থেকে ছোট সংখ্যার টাকা বিনিয়োগ করে নিজের অর্থ সঞ্চয় করতে পারেন। এক্ষেত্রে লক্ষ্য স্থির রাখতে হবে এবং লম্বা সময় পর্যন্ত লগ্নি এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা জানলে অবাক হবেন ১০ টাকা, ২০ টাকা বাঁচিয়েও কোটিপতি হওয়া যায়। তবে এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো লম্বা সময় পর্যন্ত লগ্নি করতে হবে। প্রত্যেকদিন যদি আপনি ১০ টাকা করে বাঁচিয়ে মাসে সেটি ৩০০ টাকা হবে। এই ৩০০ টাকা মিউচুয়াল ফান্ডে এসআইপি করুন এবং প্রত্যেক মাসে ৩০০ টাকা করে এসআইপিতে রাখলে আপনি যদি ৩৫ বছর পর্যন্ত রাখেন এরপর ১৮% চক্রবৃদ্ধি হারে সুদ পাবেন। এক্ষেত্রে আপনি ৩৫ বছর পর ১ কোটি ১ লক্ষ টাকা পেয়ে যাবেন।

আরও পড়ুন: Ticket Cancellation: এবার থেকে টিকিট বাতিলে মাত্র ৬০ টাকা চার্জ! যাত্রীদের স্বস্তি দিয়ে ভালো উদ্যোগ গ্রহণ রেলের

যদি কোন ব্যক্তি প্রত্যেক মাসে মাত্র ৫ হাজার টাকা আয় করে থাকেন। সবে তিনি তার চাকরি জীবন শুরু করেছেন। সেক্ষেত্রে সেই টাকা থেকে মাত্র ৫০০ টাকা জমাতে পারলে দীর্ঘদিন সেই টাকা মিউচুয়াল ফান্ডে রাখলে ভবিষ্যতে এই ম্যাজিক দেখতে পারবেন।

Investment Plan

আপনার যদি ৪০ বছর পার হয়ে যায় এবং এরপরও যদি আপনি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে থাকেন। তাহলে আপনাকে ৬০ বছর বয়স পর্যন্ত প্রত্যেক মাসে একটু বেশি করে টাকা বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে আপনি যদি প্রত্যেক মাসে ১০ হাজার টাকার এসআইপি করেন। তাহলে এরপর ১২ শতাংশ হিসেবে ৬০ বছর বয়স পর্যন্ত প্রায় ৯৯ লক্ষ ৯১ হাজার টাকার কাছাকাছি পেয়ে যাবেন। এক্ষেত্রে সুদের হার যদি ১৫ শতাংশ হয়ে যায় তাহলে মাত্র ২০ বছর টাকা জমিয়ে আপনি দেড় কোটি টাকা পেয়ে যেতে পারেন।

Papiya Paul

X