নিউজ শর্ট ডেস্ক: আমাদের দেশের প্রতিটি প্রান্তে শিরা-ধমনীর মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারতীয় রেল (Indian Railways) নেটওয়ার্ক। তাই কাছের হোক কিংবা দূরে যে কোন গন্তব্যর সঙ্গে পৌঁছানোর জন্য ভারতীয়দের একমাত্র ভরসা এই বৃহত্তম গণ পরিবহন মাধ্যম। এই কারণেই ভারতীয় রেলকে আমাদের দেশের লাইফ লাইন বলেও আখ্যা দেওয়া হয়।
সময়ের সাথে সাথে ভারতীয় রেল পরিবহন ব্যবস্থায় এসেছে আমুল পরিবর্তন। বিশেষ করে এখন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার পর থেকে রেল যাত্রীদের রেল সফর হয়েছে আরও দ্রুত। খুবই কম সময়ে পৌঁছানো যাচ্ছে গন্তব্যস্থলে। তাই যাত্রীদের সফর আরো বেশি আরামদায়ক এবং নিরাপদ করে তুলতে কোনরকম খামতি রাখতে নারাজ ভারতীয় রেল।
তাই এবার এই ঘুরতে যাওয়ার মরসুমে ভারতীয়দের জন্য বিশেষ করে যারা তীর্থ ভ্রমণে যেতে চান তাঁদের জন্য একটি বড় উপহার দিল ভারতীয় রেল। যার ফলে এবার থেকে যাত্রীরা একটি ট্রেনে চেপেই পবিত্র অযোধ্যাভূমির রামমন্দির থেকে শুরু করে উত্তর ভারতের অন্যান্য সমস্ত তীর্থস্থান ঘুরতে পারবেন একই সাথে।
যাত্রীদের তীর্থ ভ্রমণের জন্য নিউ জলপাইগুড়ি থেকে ভারত গৌরব (Bharat Gourab) স্পেশ্যাল ট্যুরিস্ট ট্রেনের (Special Tourist Train) বিশেষ প্যাকেজ চালু করেছে ভারতীয় রেল। এই আট রাত নয় দিনের এই প্যাকেজ ট্যুর শুরু হবে ১৮ই মে ২০২৪ এবং শেষ হবে ২৬ মে ২০২৪। এই ট্রেনে চেপেই যাত্রীরা দর্শন করতে পারবেন ভারতবর্ষের বিশেষ করে উত্তর ভারতের একাধিক তীর্থস্থান।
যার মধ্যে অন্যতম অযোধ্যার রামলালার দর্শন। তবে রামলালার দর্শন এর সাথেই এই সফরে তীর্থযাত্রীরা উপভোগ করতে পারবেন বৈষ্ণোদেবী,হরিদ্বার,হৃষিকেশ,মথুর, বৃন্দাবনের মতো তীর্থস্থান গুলির আধ্যাত্বিক চেতনা। এই বিশেষ ট্রেনটি স্লিপার ক্লাস কোচে ৮২০ টি বার্থ সিট বিশিষ্ট।
ভারত গৌরব স্পেশ্যাল ট্যুরিস্ট ট্রেন নিউ জলপাইগুড়ি, মালদহ টাউন, রামপুরহাট, দুমকা, ভাগলপুর, জামালপুর, কিউল এবং পটনা স্টেশনগুলি বিস্তৃত বোর্ডিং এবং ডিবোর্ডিং স্টেশনগুলির উপর দিয়ে যাবে। এই ট্যুর প্যাকেজে যাত্রীদের মাথা পিছু খরচ হবে ১৭ হাজার ৯০০ টাকা।