নিউজ শর্ট ডেস্ক: সময়ের সাথে সাথে তেলের খরচ বাঁচানোর জন্য যদিও আপনিও কোনো ই-স্কুটার (Electric Scooter) কিনতে চান তাহলে হিরোর (Hero) এই ই-স্কুটারটিই আপনার জন্য একেবারে আদর্শ। আসুন তাহলে হিরোর এই স্কুটার গুলির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিশদে জানা যাক। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ই-স্কুটারটি এই মুহূর্তে গ্রাহকদে কাছেও দারুন জনপ্রিয়।
হিরো ইলেকট্রিক ফ্ল্যাশের বৈশিষ্ট্য
হিরোর এই ইলেকট্রিক ই-স্কুটারটির নাম হিরো ইলেকট্রিক ফ্ল্যাশ (Electric Flash)। আসলে গ্রাহকদের সাধ্যের মধ্যে থেকে সাধ পূরণের কথা ভেবে তৈরী এই ই-স্কুটারটি মূলত একটি বাজেট স্কুটার। তাই এর ফিচার্স তেমন আকর্ষণীয় নয়।
তবে এর মধ্যে এমন একটি বেসিক ডিজিটাল ইনফরমেশন প্যানেল রয়েছে যা কমপক্ষে ভ্রমণ সম্পর্কিত তথ্য প্রদর্শন করতে সক্ষম। এই স্কুটারে LED DRL ব্যবহার করা হয়েছে। কিন্তু, এর হেডলাইট শুধুমাত্র বাল্ব দিয়েই জ্বলে।
হিরো ইলেকট্রিক ফ্ল্যাশ চার্জ করার সময় এবং রেঞ্জ
হিরো ইলেকট্রিক ফ্ল্যাশের ব্যাটারি ফুল চার্জ হতে মোট সময় লাগে ৪ ঘন্টা এবং এটি একবার চার্জ করলে মোট ৮৫ কিমি চলতে পারে। অর্থাৎ এর রেঞ্জ-ও যথেষ্ট ভালো।
আরও পড়ুন: গরিবের রেঞ্জ-রোভার! মারুতি সুজুকির এই SUV এখন ভারতীয়দের চোখের মণি
হিরো ইলেকট্রিক ফ্ল্যাশের দাম এবং মোটর পাওয়ার
এখন প্রশ্ন হল এই বাজেট ফ্রেন্ডলি ই-স্কুটারের দাম কত? জানা যাচ্ছে হিরো ইলেকট্রিক ফ্ল্যাশের এক্স-শোরুম প্রাইস ৫৯,৬৪০ টাকা। আর এই ই-স্কুটারের এর মোটরের মোট শক্তি ৪ কিলোওয়াট।