Insurance Policy

Insurance Policy: এক বিমাতেই কেল্লাফতে! স্বাস্থ্য থেকে সম্পত্তি একসাথেই মিলবে সব কভার, খরচ কত জানেন?

নিউজ শর্ট ডেস্ক: একটা বিমতেই হয়ে যাবে সমস্ত কাজ। স্বাস্থ্য থেকে শুরু করে সম্পত্তি কিংবা দুর্ঘটনাজনিত ইন্সোরেন্স সমস্ত সুবিধা মিলবে একইসাথে। তাই এবার থেকে প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা বীমা কেনার দরকার পড়বে না। বিমা রেগুলাটার আইআরডিএআই (IRDAI) এবার এমন বীমা আনছে যার মাধ্যমে তিনটে ইন্সুরেন্সই (Insurance) করা যাবে একসাথে।

এই বিমার নাম বিমা বিস্তার দেওয়া যেতে পারে। এই নিয়ে আইআরডিএআই  হায়দ্রাবাদে বীমা কোম্পানির সাথে বৈঠক-ও করেছে। এই বৈঠকে বিমার সাথে যুক্ত বেশ কিছু বিষয়ের উপর চর্চাও করা হয়। জানা যাচ্ছে এই পলিসি প্রিমিয়াম নাকি মাত্র দেড় হাজার টাকা দিয়েও করা যেতে পারে।

সূত্রের  খবর এই বিমার লক্ষ্য হল গ্রামের দিকে এই সুবিধা পৌঁছে দেওয়া। এই বৈঠকটি আইআরডিএআই-র চিফ দেবাশীষ পান্ডা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল। এবং বিমা সম্প্রসারণ সম্পর্কিত সমস্ত বিবরণ তার সামনে আনা হয়েছিল। জানা যাচ্ছে স্বাস্থ্য -সম্পত্তি এবং ব্যক্তিগত দুর্ঘটনা প্রত্যেকটি ক্ষেত্রেই ২ লক্ষ টাকার পাওয়া যেতে পারে।

Insurance

এছাড়াও এই বিমাতে ‘হসপিটাল ক্যাশ’ নামে স্বাস্থ্য কভারেজ-ও পাওয়া যাবে। এছাড়া এই ইন্সুরেন্সে কোন ব্যক্তি কোন নথি জমা না দিয়েই ৫ হাজার টাকার বিলের নগদ অর্থ প্রদান করতে পারবেন। লাইফ কভারের জন্য ৮০০ টাকা, স্বাস্থ্য সুরক্ষার জন্য ৫০০ টাকা এবং ব্যক্তিগত দুর্ঘটনার জন্য ১০০ টাকা আর সম্পত্তির বিমার জন্য ১০০ টাকা প্রিমিয়াম দেওয়াযেতে পারে।

আরও পড়ুন:

আইআরডিএআই,IRDAI,Insurance Policy,ইন্সুরেন্স পলিসি,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

আইআরডিএআই অনেকদিন ধরেই সুগম বীমা বিস্তার আর বীমা বাহকের রূপে বীমা ত্রয়ী লোন দেওয়ার প্রস্তুতি নিয়ে চলেছে। বীমা সুগম একটা ডিজিটাল প্লাটফর্ম যা গত মাসেই  অনুমতি পেয়েছে  এখানে পলিসি কেনা বেচা আর ক্লেইম সেটেল করার কাজ করা হয়ে থাকে। এখানে সমস্ত পলিসির ডিটেলস চেক করার জন্য গ্রাহকদের কোনরকম টাকা খরচ করার দরকার পড়ে না। তবে এখানে বলে রাখি এখানে যে বীমা সম্প্রসারণ-এর কথা বলা হচ্ছে তা আলাদা আলাদা কোম্পানির হওয়ার কারণে ক্লেইম সেটেলমেন্ট করার পদ্ধতিও আলাদা হতে পারে।

Avatar

anita

X