নিউজশর্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নানা রকমের প্রকল্প যেমন রয়েছে তেমনি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা(PM Kisan Yojana)। ইতিমধ্যেই এই যোজনার মাধ্যমে দেশের কোটি কোটি কৃষক বিরাট উপকার পেয়েছে। এই যোজনার আওতায় কৃষকদের বছরে ৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
তবে এই টাকা একবারে দেওয়া হয় না। তিনটে কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের ব্যাংক একাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। এবার এই যোজনার ১৭ তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন কৃষকরা। কবে এই টাকা মিলবে? এই চিন্তা সকলের মধ্যেই রয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে, মে মাসেই ১৭ তম কিস্তির টাকা পেয়ে যেতে পারেন কৃষকেরা। তবে সরকারের তরফ থেকে এখনো কোনো রকমের ঘোষণা করা হয়নি। এই কিস্তি টাকা সাধারণত প্রত্যেক চার মাস অন্তর দেওয়া হয়। প্রথম দফার টাকা এপ্রিল থেকে জুলাই মাস, দ্বিতীয় দফার টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং তৃতীয় দফার টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চের মধ্যে।
আরও পড়ুন: RBI: দেশজুড়ে আসছে আরও একঝাঁক নতুন ব্যাঙ্ক, চমকে দেবে RBI-র এই পরিকল্পনা
তবে যেহেতু ১৬ তম কিস্তির টাকা ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে। তাই সেই হিসেবে অনুযায়ী ১৭ তম কিস্তির টাকা মে মাসে দেওয়া হতে পারে। তবে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কোনদিন বলা হয়নি।
কিভাবে আপনি এই যোজনার জন্য আবেদন করতে পারবেন? চলুন তাহলে জেনে নেওয়া যাক।
এর জন্য আপনাকে প্রথমে পিএম হিসাবের ওয়েবসাইটে যেতে হবে। এই pmkisan.gov.in নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনার আধার নম্বর দিয়ে ক্যাপচা কোড দিতে হবে। যে সমস্ত নথি চাইবে সমস্ত সাবমিট করতে হবে সঠিকভাবে সমস্ত কিছু তথ্য প্রদান করতে পারলে এই যোজনাতে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে।