Kolkata Metro

Kolkata Metro: এবার UPI দিয়েই কাটুন টিকিট! খুচরোর ঝামেলা এড়াতে দারুন উদ্যোগ কলকাতা মেট্রোর

নিউজ শর্ট ডেস্ক: ইউপিআই (UPI) অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস সিস্টেম অত্যন্ত জনপ্রিয় একটি পেমেন্ট পদ্ধতি (Payment Sstem)। ক্যাশলেস এই পেমেন্ট পদ্ধতিতে কোন নগদ ছাড়াই টাকা পয়সা লেনদেন করা যায়। দোকানে কেনাকাটা করতে গিয়ে হোক কিম্বা অন্য যে কোন ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন করার সময় যদি কারো কাছে খুচরো টাকা না থাকে তাহলেও এক্ষেত্রে কোন সমস্যা হয় না।

এবার এই ক্যাশলেস পেমেন্ট পদ্ধতির সুবিধা পাওয়া যাবে মেট্রোতেও (Metro)। অনেক সময় মেট্রোর টিকিট (Ticket) কাটতে গিয়ে খুচরো পয়সা না থাকায়  ঝামেলা পোহাতে হয় অনেক যাত্রীদের। তাই এবার যাত্রীদের এই খুচরো পয়সার সমস্যার সমাধান করতেই  ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস সিস্টেম চালু করতে চলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)।

যার ফলে এবার থেকে কোনো রকম ঝামেলা ছাড়াই ইউপিআই অ্যাপ দিয়ে এই মেট্রোর টিকিট কাটা যাবে। সূত্রের খবর ইতিমধ্যেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও সেন্ট্রাল ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের সহায়তায় ইউপিআই এর মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে।

কলকাতা মেট্রো,Kolkata Metro,ইউপিআই,UPI,টিকিট,Ticket,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

মেট্রোরেলের জেনারেল ম্যানেজার উদয় রেড্ডি নিজেও এইভাবে টিকিট কেটে পরীক্ষা করে দেখেছেন। জানা যাচ্ছে আপাতত কলকাতা মেট্রোর গ্রীন লাইনে ইউপিআই-এর মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা সম্পন্ন হয়েছে। জানা  যাচ্ছে বেশ কয়েকবার সফল মহড়ার পর এই টিকিটিং ব্যবস্থা চালু করা হবে খুব তাড়াতাড়ি।

আরও পড়ুন: ব্যাঙ্ক-পোস্ট অফিসের থেকেও দ্বিগুণ লাভ! মাত্র দেড় বছরেই হবে টাকা ডবল

তবে প্রথমে এই পদ্ধতিতে গ্রীন লাইনে টিকিট কাটার পরিষেবা চালু করা হবে। তারপর ধাপে ধাপে ব্লু লাইন,পার্পল লাইন  এবং অরেঞ্জ লাইনেও চালু করা হবে। ইতিমধ্যে এই পরিষেবা চালু করার জন্য কাজ চলছে জোর কদমে। এখন প্রশ্ন হল এই পদ্ধতির কিভাবে চালু হবে?

কলকাতা মেট্রো,Kolkata Metro,ইউপিআই,UPI,টিকিট,Ticket,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

যারা এই ইউপিআই এর মাধ্যমে মেট্রো টিকিটের সুবিধা নিতে চান তাদের প্রথমে কাউন্টারে গিয়ে গন্তব্য স্টেশনের নাম জানাতে হবে। তারপর ডুয়েল ডিসপ্লে বোর্ডে ভেসেযে কিআর কোড। সেটাই নিজের মোবাইলের পেমেন্ট অ্যাপ থেকে স্ক্যান করে পেমেন্ট করতে হবে। এইভাবে লেনদেন সফল হলেই কিউআর কোড দেওয়া একটি টিকিট পাওয়া যাবে। এই টিকিটের সাহায্যে যাত্রীরা মেট্রো রেখে যাতায়াত করতে পারবেন। এছাড়া এই একই পদ্ধতিতে যাত্রীরা স্মার্টকার্ডে রিচার্জ করতে পারবেন।

Avatar

anita

X