নিউজ শর্ট ডেস্ক: অর্থ সঞ্চয়ের জন্য সকলে কমবেশি দীর্ঘ মেয়াদি প্ল্যানেই অর্থ বিনিয়োগ করে থাকেন। বিভিন্ন ব্যাংকে দীর্ঘ মেয়াদি স্কিমে (Long Term Scheme) একবার টাকা বিনিয়োগ করার ম্যাচুরিটি শেষে মোটা টাকা ফেরত পাওয়া যায়। তবে শুধু ব্যাংকেই নয় এখন এলআইসির (LIC) এই ধরনের স্কিমেও টাকা বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে।
এলআইসির এমনই একটি স্কিম হল এলআইসি সিঙ্গেল প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যান (LIC Single Premium Endowment Plan)। দীর্ঘমেয়াদী এই প্ল্যানে বিনিয়োগ করে ফিক্সড ডিপোজিটের থেকেও বেশি পরিমাণে রিটার্ন পাওয়া যায়। জানলে অবাক হবেন এল আই সির-এই স্কিমে একবারে ২ লক্ষ টাকার বিনিয়োগ করা হলে মোট ১৩ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যেতে পারে।
এলআইসির ফিক্স ডিপোজিট প্ল্যান
এলআইসির দীর্ঘ্যমেয়াদি এই প্ল্যানে এককালীন অর্থ বিনিয়োগ করেই একটি বড় তহবিল তৈরি করা যেতে পারে। এই প্ল্যানের টেবিল নাম্বার হলো ৯১৭। এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা। এর সর্বনিম্ন মেয়াদ ১০ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত হয়ে থাকে।
এই স্কিমে দু’ধরনের রাইডার আছে। যার মধ্যে একটি হল অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার এবং অপরটি হল নতুন টার্ম অ্যাসুরেন্স রাইডার। এলআইসির এই প্ল্যানে ধারা ৮০সি-এর অধীনে কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: পাহাড় প্রেমীদের জন্য খুশির খবর! দীর্ঘ ৭ বছর দার্জিলিংয়ে শুরু হচ্ছে এই পরিষেবা
করা এই প্ল্যানে বিনিয়োগ করতে পারবেন?
এই প্ল্যান নেওয়ার জন্য একজন আবেদনকারীর বয়স সর্বনিম্ন ৯০ দিন থেকে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে। এই প্ল্যানটি ম্যাচিউরিটির সর্বোচ্চ বয়সসীমা ৭৫ বছর। তাই কেউ যদি ৬৫ বছর বয়সে এই প্ল্যানে বিনিয়োগ করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি শুধুমাত্র ১০ বছরের জন্যই বিনিয়োগ করতে পারবেন। LIC- র এই প্ল্যানে সর্বনিম্ন ৫০ হাজার টাকা রাখা যায়। তবে এর কোনো ঊর্ধ্বসীমা নেই।
২ লাখ টাকা জমা করলে ১৩ লাখ টাকা পাওয়া যায় কিভাব?
LIC -র এই প্ল্যানে একবার ২ লাখ টাকা জমালেই ১৩ লাখ টাকা রিটার্ন পাওয়া যাবে। শুনতে অবিশ্বাস্য লাগলেও কিন্তু এটাই সত্যি। আসলে LIC-র এই প্ল্যানটিতে Fixed Deposit-এর থেকেও বেশি রিটার্ন পাওয়া যায়। এই প্ল্যানে যদি কেউ একবার ২.৪ লাখ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে ২৫ বছর পর তিনি মোট ১৩.৬২ লাখ টাকা রিটার্নপেয়ে যাবেন।
শুধু তাই নয়, পলিসি হোল্ডার যদি পলিসি কেনার ২৪ বছর পরেই মারা যান, তাহলে ওই পলিসি ম্যাচিউরিটির উপর ১২.৪৭ লাখ টাকা পাবেন নমিনি। তাছাড়া কোনো দুর্ঘটনায় যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয় এবং আরোহী নেওয়া হয়,তাহলে নমিনি পাবেন ১৭.৮৭ লাখ টাকা।