Shopping Malls

Shopping Mall: রাজ্য সরকারের বড়সড় উদ্যোগ, কলকাতায় তৈরি হচ্ছে আরেকটি শপিং মল, কি কি পাবেন জানেন?

নিউজশর্ট ডেস্কঃ এখন গোটা কলকাতা শহর জুড়ে নতুন নতুন শপিংমল(Shopping Mall) চালু হয়েছে। এই শপিং মলে এক ছাদের তলায় নানারকমের জিনিস পাওয়া যায়। বিভিন্ন ব্র্যান্ডেড পোশাক থেকে ব্রান্ডেড সামগ্রী সমস্ত কিছুই শপিংমলে মেলে। আর তাই শপিংমলে ক্রেতাদের ভিড় লেগেই থাকে। যদিও এখন কলকাতার বিভিন্ন শপিং মল এত ঝা চকচকে করা হয়েছে যা দেখে আকৃষ্ট হন সাধারণ মানুষেরা।

জিনিসপত্র কেনার পাশাপাশি অনেকেই শুধুমাত্র ঘোরার জন্য শপিংমল বেছে নেন। এবার রাজ্যে আরও একটি নতুন শপিংমল তৈরির ভাবনা নিয়ে এসেছে রাজ্য সরকার। এবার এক ছাদের তলায় সমস্ত পণ্যের জন্য ইএম বাইপাসের ধারে তৈরি হতে চলেছে ‘ইউনিটি মল’।

যেখানে শুধুমাত্র বাংলার নয়, অন্যান্য রাজ্যের জনপ্রিয় সমস্ত পণ্য পাওয়া যাবে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের অধীনে থাকা ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে এই শপিংমল তৈরির পরিকল্পনা গঠন করা হয়েছে।

আরও পড়ুন: Income Tax Raid: ১০ লাখ নাকি ১৫ লাখ! একসঙ্গে কত টাকা বাড়িতে নগদ রাখা যায়? কি বলছে আয়কর আইন?

কোথায় তৈরি হবে এই শপিং মল?
এখনো পর্যন্ত জানা যাচ্ছে বাইপাসের পাশের নোনাডাঙ্গা আদর্শ নগর এলাকায় প্রায় দেড় একর জমির উপরে এই শপিং মল তৈরি হওয়ার কথা। এই শপিংমল তৈরি হতে খরচ হতে পারে প্রায় ১৫৯ কোটি টাকা। হস্তশিল্প গুলোর প্রদর্শনীয এই মলে থাকবে বলে জানা গিয়েছে। বাংলার পাশাপাশি বিভিন্ন রাজ্যের নানা ধরনের জিনিসপত্র এই শপিংমলে থাকবে। মূলত দেশীয় পণ্যের প্রচারের জন্য এই শপিংমল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গত মাসে এই মল তৈরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তার ওপরে ভিত্তি করেই বাইপাসের ধারে এই মল তৈরি জন্য উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। সূত্র মারফত জানা গিয়েছে যে এই শপিং মলে রাজ্যের ভিত্তিতে ৩৬ টি স্টল রাখতে হবে। এছাড়া বাংলার প্রত্যেকটি জেলার জন্য আলাদা আলাদা স্টল থাকবে। এছাড়া এই শপিংমল প্রকল্পের জন্য কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকে বিস্তারিত রিপোর্ট তৈরি করে পাঠাতে হবে। এই রকমের শপিংমল তৈরি হলে হস্তশিল্পীরা আরও বেশি উপকৃত হবেন।

Papiya Paul

X