নিউজশর্ট ডেস্কঃ দেশের সাধারণ নাগরিকদের সুবিধার জন্য কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকারের তরফ থেকে নানা রকমের প্রকল্প চালু করা হয়। এই সমস্ত সরকারি প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য থাকে নাগরিকদের ভালো সুযোগ সুবিধা প্রদান করা। কেন্দ্র এবং রাজ্যের তরফ থেকে নানারকমের প্রকল্প রয়েছে। যার মধ্যে বেশ কিছু প্রকল্প অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে।
ঠিক যেমন পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার(Lakshmir Bhander)। এই প্রকল্পের জনপ্রিয়তার ধারে কাছে অন্য কোন প্রকল্পকে পাওয়া যাবে না। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প তৈরি হয়েছিল। আর এবার ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পে ভাতার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী পর্যন্ত মহিলাদের প্রত্যেক মাসে সাধারণ শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে ১০০০ টাকা এবং তপশিলি শ্রেণীর মহিলাদের জন্য ১২০০ টাকা করে ভাতা দেওয়া হয়।
তবে এবার কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্প রয়েছে যে প্রকল্পের আওতায় ছোট ছোট মেয়েরা সরকারের তরফ থেকে টাকা পেয়ে থাকবে। এই প্রকল্পের আওতায় ১ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয়। কন্যা সন্তান জন্ম হওয়ার পর থেকেই কেন্দ্রীয় সরকারের যে সকল প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম প্রকল্প হল বালিকা সমৃদ্ধি যোজনা(Balika Samriddhi Yojana )।
আরও পড়ুন: Ration Card: শুধু চাল, ডাল, তেল, নুন নয়! এবার রেশন দোকানে মিলবে এই সরকারী সুবিধাও
এই প্রকল্পের আওতায় কন্যা সন্তানরা প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার পর থেকেই টাকা দেওয়া শুরু করা হয়। এরপর দশম শ্রেণী পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে সেই টাকা দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের শিশু ও নারী ও কল্যাণ উন্নয়ন মন্ত্রণালয়ের তরফ থেকে এই টাকা দেওয়া হয়। যে সকল পরিবার বিপিএল তালিকাভুক্ত এবং যেই পরিবারের দুটো কন্যা সন্তান আছে, তারা এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করলে এই সুবিধা পেতে পারেন।
এই প্রকল্পের আবেদন করার জন্য অনলাইন এবং অফলাইনে সুযোগ মিলবে। যে কোন অঙ্গনওয়াড়ি অথবা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। এই প্রকল্পের জন্য প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পড়ুয়াদের ৩০০ টাকা, চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের ৫০০ টাকা, ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের ৭০০ টাকা, অষ্টম শ্রেণীর পড়ুয়াদের ৮০০ টাকা এবং নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের ১০০০ টাকা করে দেওয়া হয়। প্রত্যেক বছরের ভিত্তিতে এই টাকা দেওয়া হয়। সরাসরি কন্যা সন্তানের ব্যাংক একাউন্টে টাকা জমা পড়ে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এই টাকা কন্যা সন্তানের ১৮ বছর পূর্ণ হওয়ার পরেই তোলা যাবে।