নিউজশর্ট ডেস্কঃ গোটা দেশ জুড়ে এখন লোকসভা নির্বাচন নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এই ভোটের লড়াইয়ে সমস্ত রাজনৈতিক দলই উঠে পড়ে লেগেছে। কেউ এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। প্রত্যেকটি রাজনৈতিক দলের তরফ থেকে সাধারণ মানুষের জন্য নানারকমের বড়সড় প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।
আর এবার এমনই একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। জানা গিয়েছে, কংগ্রেস ক্ষমতায় এলে সাধারণ মানুষ আর ৫ কেজি নয় বরং ১০ কেজি করে রেশনে(Ration Card) খাদ্য সামগ্রী পাবেন। সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। আর করোনার সময় থেকে বহু মানুষ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিনামূল্য রেশন পাচ্ছেন।
এই অবস্থায় কংগ্রেস জানিয়েছে যে তারা ক্ষমতায় এলে দরিদ্র মানুষদের জন্য প্রত্যেক মাসে ১০ কেজি করে বিনামূল্যে রেশন দেবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খর্গে বুধবার বলেছেন যে এবার যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে। তবে প্রতি মাসে গরিবদের জন্য ১০ কেজি করে রেশন দেওয়া হবে। এর পাশাপাশি কংগ্রেসের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে গরিব পরিবারের মহিলাদের বছরে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে।
যদিও এই মন্তব্য শুনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন লিখেছেন, ‘কংগ্রেস কি জানে যে প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। সেগুলোর দাম কি হতে পারে? তারা কি কোনদিন হিসাব করে দেখেছেন যে এই নানা রকম স্কিমের জন্য তাদের কত টাকা খরচ করতে হবে? তারা কি এইসব টাকা তোলার জন্য কর বাড়িয়ে দেবে নাকি ধার নেওয়া শুরু করবে?