নিউজশর্ট ডেস্কঃ মানুষজন অর্থ বিনিয়োগ এবং সঞ্চয়ের ক্ষেত্রে সবথেকে বেশি ভরসা করে থাকে ব্যাংক(Bank) এবং পোস্ট অফিসের(Post Office) ওপর। ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট-এর(Savings Account) মাধ্যমেও প্রচুর টাকা সঞ্চয় করা হয়।সেভিংস অ্যাকাউন্টে কোন কোন মানুষের যেমন একটি অ্যাকাউন্ট থাকে। কারোর আবার একের বেশি অ্যাকাউন্ট রয়েছে। আজকের এই প্রতিবেদনে সেভিংস একাউন্ট সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানাবো।
১) ৫০ হাজারের বেশি অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক: ব্যাংকে একদিনে ৫০ হাজার টাকার বেশি ডিপোজিট করতে গেলেই এবার থেকে আপনাকে প্যান কার্ড জমা করতে হবে। এখন কালো বাজারে রুখতে এই নতুন নিয়ম চালু করা হয়েছে। আপনার কাছে প্যান কার্ড না থাকলে আপনি আধার কার্ড দিয়েও টাকা জমা করতে পারবেন।
৪) ডেবিট কার্ডে ইন্সুরেন্স সুবিধা: ব্যাংকের বহু গ্রাহক রয়েছেন যারা ফ্রি ডেবিট কার্ড পেয়ে থাকেন। এই ডেবিট কার্ড টাকা তুলতেই কাজে লাগে। তবে অনেকেই জানেন না ব্যাংক থেকে এই ফি ডেবিট কার্ডের ওপর একাধিক ইন্সুরেন্স-এর সুবিধাও থাকে।