Invest in National Pension System to get upto 1 lakh rupees per month after retirement

Pension Scheme: মাত্র ১০০০ টাকাতেই মিলবে ১,০০,০০০ টাকার পেনশন! দেরি না করে আজই ইনভেস্ট করুন

নিউজশর্ট ডেস্কঃ কথায় বলে সময় থাকতে ভবিষ্যতের কথা ভাবতে হয়। বিশেষ করে বুড়ো বয়সের জন্য সঞ্চয় (Savings) যদি এখন থেকে না করা হয় তাহলে সত্যিই চিন্তার বিষয়। যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে ভবিষ্যতের জন্য টাকা জমানো আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তবে চিন্তা নেই, আজ আপনাদের জন্য এমন একটা প্ল্যান নিয়ে এসেছি যেটা মাত্র ১০০০ টাকাতেই ১ লক্ষ টাকার রিটার্ন দিতে সক্ষম (Pension Scheme)

যারা সরকারি কাজ করেন তাদের অবসরের পর কোনো চিন্তাই থাকে না। কারণ প্রতিমাসে পেনশনের টাকা ঢুকতে থাকে, কিন্তু যাদের সরকারি কাজ নেই তাদের চিন্তা প্রচুর। বয়সকালে যাতে মানুষকে সমস্যায় না পড়তে হয় তার জন্য পেনশন ফান্ড রেগুলেটরি এন্ড ডেভলপমেন্ট অথরিটি এর তরফ থেকে ন্যাশনাল পেনশন স্কিম বা NPS চালু করা হয়েছে।

National Pension Scheme এর সুবিধা ও রিটার্ন

বর্তমানে সাধারণ মানুষের জন্য দেশের সর্বাধিক জনপ্রিয় পেনশন স্কিম হল NPS। যেখানে প্রতিমাসে নূন্যতম বিনিয়োগ করে ১,০০,০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়া যেতে পারে। আজ সেই স্কিম সম্পর্কেই বিস্তারিত জানাবো আপনাদের। তাই এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

NPS

আরও পড়ুনঃ প্রতিমাসে আসবে ১০০০০ টাকা! SBI-র এই মালামাল প্ল্যানে ইনভেস্ট করলেই লক্ষীলাভের গ্যারেন্টি

২০০৪ সালের ১লা জানুয়ারি NPS চালু করা হয়। ৬০/৬৫ বছর বয়সের পর দেশের প্রবীণ নাগরিকদের যাতে আর্থিক অসুবিধার মধ্যে না পড়তে হয় সেই ভেবেই এই প্রকল্প চালু করা হয়েছিল। ১৮ বছর বয়স থেকেই NPS এ বিনিয়োগ করা যায়। প্রতিমাসে অল্প কিছু কিছু টাকা দিতে থাকলে সেটা পরবর্তীকালে পেনশন হিসাবে ফিরে আসে। কতটাকা দিলে কত পাওয়া যাবে? উদাহরণস্বরূপ একটি হিসেবে নিচে দেওয়া হল।

যদি কেউ ১৮ বছর বয়স থেকেই প্রতিমাসে মাত্র ১০০০ টাকা NPS এ রাখতে শুরু করে ও ৬৫ বছর পর্যন্ত রাখে। তাহলে ১২% সুদের হিসাবে তাঁর মোট ২,৭৫,৪১,৪২৯ টাকা জমবে। এর থেকে যদি ৩৭% পর্যন্ত টাকা তুলেও নেওয়া হয় তাহলেও যে টাকা থাকে তাতে প্রতিমাসে প্রায় লক্ষাধিক টাকা পেনশন হিসাবে পাওয়া যেতে পারে। চাইলে আপনিও এই স্কিমে টাকা বিনিয়োগ করতেই পারেন। এর জন্য আপনার নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করুন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X