নিউজশর্ট ডেস্কঃ উচ্চমাধ্যমিকের ফলাফল (HS Result) প্রকাশ্যে আসার পর থেকেই কলেজে ভর্তি (College Admission) শুরুর জন্য অপেক্ষায় ছিল পড়ুয়ারা। মাঝে ভোটের কারণে কিছুটা দেরি হয়েছিল, তবে তবে এবারের ভর্তির প্রক্রিয়াকে আরও সহজ ও ট্রান্সপারেন্ট করে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। আগেই ঘোষণা হয়েছিল যে এক একটি কলেজের জন্য আলাদা আলাদা নয় বরং একটি ওয়েবসাইট (Central Admission Portal) থেকেই আবেদন করা যাবে। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এপর্যন্ত পড়ুয়ারা আবেদন পক্রিয়া শুরু হলে নিজেদের পছন্দের কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারত। কিন্তু সমস্যা ছিল এই যে ৪টে কলেজে আবেদন করতে হল ৪বার আলাদা করে ফর্ম ফিলাপ করতে হত। এবার সেই সমস্যার সমাধানে নতুন নিয়ম এনেছে রাজ্য সরকার। ন্যাশনাল এডুকেশন পলিসি চালু হওয়ায় সেন্ট্রালাইজড একটি পোর্টাল চালু করা হয়েছে। সেখানেই পড়ুয়ারা যে কোনো কলেজে আবেদন করতে পারবে। এমনকি অ্যাডমিট কার্ড ডাউনলোড থেকে শুরু করে পরীক্ষার রেজাল্টও সেখানেই দেখা যাবে।
পড়ুয়াদের জন্য নতুন Centralised Admission Portal
যেমনটা জানা যাচ্ছে ২০২৪-২৫ সিখাবোৰত থেকেই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল চালু করা হচ্ছে। বিগত শনিবার বৈঠকের পর পোর্টাল চালু করার বিষয়ে আপডেট দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, ‘মুখ্যমন্ত্রীর তরফ থেকে সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় আছি। তারপরেই নতুন পোর্টালের উদ্বোধন করা হবে’। খুব সম্ভবত মঙ্গলবার বা বুধবার অর্থাৎ আজ থেকেই পোর্টাল চালু হওয়ার কথা।
আরও পড়ুনঃ ছুটি শেষ, এবার রবিবারেও স্কুল! ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ বাংলার এই বিদ্যালয়ে
কিভাবে নতুন পোর্টালে আবেদন করতে হবে?
নতুন নিয়ম অনুযায়ী সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে বাড়ি থেকে বা সাইবার ক্যাফে যেখান থেকে খুশি আবেদন করা যাবে। কিভাবে আবেদন করতে হবে তার পদ্ধতি নিচে দেওয়া হলঃ
- প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। তারপর সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- রেজিস্ট্রেশন সফল হলে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে তা দিয়ে লগ ইন করে নিতে হবে।
- লগ ইন করার পর যে কলেজে ভর্তির অপশন বেছে সেখান থেকে নিজের পছন্দ মত কলেজের নাম খুঁজে ভর্তির জন্য আবেদন করতে হবে।
- আবেদন করার সময়েই কিছু ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে যেমন – উচ্চমাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আঁধার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি ও সই ইত্যাদি।
- ফর্ম ফিলাপ করে ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে সাবমিট করে ফি দিয়ে দিতে হবে তাহলেই কলেজে ভর্তির আবেদন সম্পন্ন হবে।
** পরবর্তীকালে পোর্টাল চালু হয়ে গেলে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। তাই আমাদের ফলো করে রাখুন।