Everything you need to know about Deolo HIll tourist destination in Kalimpong

ভুলে যান দার্জিলিং! উত্তরবঙ্গে মেঘ ছুঁতে চান? রইল স্বপ্নের মত সুন্দর পাহাড়ি গ্রামের হদিশ

নিউজ শর্ট ডেস্ক: ভারতবর্ষের মত আমাদের রাজ্য পশ্চিমবঙ্গও বৈচিত্রে ভরপুর। দক্ষিণে যেমন রয়েছে সমুদ্র তেমনি উত্তরে রয়েছে পাহাড়। তাই বাঙালিরা মনে ভ্রমণের সাধ জাগলেই পছন্দের কোনো এক ট্যুরিস্ট ডেস্টিনেশনের পথে পা বাড়ায়। এমনিতে পাহাড় বললেই সবার আগে মাথায় আসে দার্জিলিংয়ের কথা, তবে আজকে এক অফবিট জায়গার সম্পর্কে জানাবো আপনাদের। চলুন জেনে নেওয়া যাক সুন্দর একটা পাহাড়ি ডেস্টিনেশন ডেলো পাহাড়ের (Delo Hill) কাহিনী।

আসলে অনেকেই ভিড় জায়গার বদলে একটু শান্তিতে ঘোরা পছন্দ করেন। তো কিছু মানুষ থাকেন যারা জমজমাট আর সুন্দর একটা জায়গা পছন্দ করেন। তাদের জন্য কালিম্পংয়ের (Kalimpong) কাছেই এই ডেলো পাহাড় একেবারে ড্রিম ডেস্টিনেশন বলা যেতে পারে। এখন থেকেই রেলি উপত্যকা উত্তরের কাঞ্চনজঙ্ঘার বরফে ঘেরা পর্বতশ্রেণী, সিকিমের পাহাড় ও তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য্য উপভোগ করা যায়।

কিভাবে পৌঁছাবেন ডেলো পাহাড়?

কলকাতা থেকে ৬২৬ কিমি দূরের এই ডেলো পাহাড় কালিম্পং শহরের মাঝামাঝি অবস্থিত। আপনি যদি এখানে পৌঁছাতে চান তাহলে প্রথমেই নিউ জলপাইগুড়িগামী কোনো একটি ট্রেনে উঠে পড়ুন। তারপর সেখান থেকে প্রাইভেট বা শেয়ার গাড়িতে করেই পৌছে যেতে পারবেন ডেলো পাহাড়ে।

Deolo Hills Kalimpong

আরও পড়ুনঃ গরমকে বাইবাই বলে চলুন প্রকৃতির কোলে, রইল স্বপ্নের মত সুন্দর এক পাহাড়ে গ্রামের হদিশ

কেন বিখ্যাত ডেলো পাহাড়?

প্রথমেই বলতে হয় যে কালিম্পং শহরের মাঝামাঝি অবস্থিত হওয়ার কারণে এটিকে কালিম্পংয়ের প্রাণকেন্দ্র বলা হয়ে। তাছাড়া এই পাহাড়ে উঠলে শীত-গ্রীষ্ম-বর্ষা সর্বদাই মেঘের ছোঁয়া পাওয়া যায়। আর পাহাড় থেকে একটু নিচে নামলেই চারিদিকের সবুজ প্রকৃতি মুগ্ধ করে দেওয়ার মত সুন্দর।

ডেলো পাহাড় কাছে কি কি দর্শনীয় স্থান রয়েছে?

ডেলো পাহাড় যেমন নিজের সৌন্দর্যের জন্য বিখ্যাত তেমনি ট্রেকিং ও হাইকিং প্রেমীরাও এখানে ঘুরতে আসেন। তবে এখানে আরও একাধিক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। যেমন ডারপিন পাহাড়, মরগ্যান হাউস (অনেকের ধারণে এখানে আজও ভুত থাকে), থারপা চোলিং মথ, থংসা গোম্পা থেকে মঙ্গলধাম মন্দির এখানে দর্শনীয় স্থান।

ডেলো পাহাড় ঘুরতে গেলে কোথায় থাকবেন?

ঘুরতে গেলে ঘোরার পাশাপাশি থাকার ব্যবস্থা হওয়াটাও জরুরি। এখানে একাধিক হোটেল থেকে শুরু করে হোমস্টে রয়েছে। যার মধ্যে কাঞ্চনজঙ্ঘা ডেলো হোমস্টে, বেথানি হোমস্টে, ইয়ুরু রিট্রিট থাকার জন্য বেছে নিতে পারেন। এছাড়াও ইন্টারনেটে বা ট্রাভেল এনজেন্টের মাধ্যমেও ঘর বুকিং করে নিতে পারেন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X