Central Government Scheme will give Rs 12000 you can apply with Ration Card

রেশনকার্ড থাকলেই পাবেন ১২০০০ টাকা! দেরি না করে কেন্দ্রের এই প্রকল্পে এখুনি আবেদন করুন

নিউজশর্ট ডেস্কঃ ২০২৪ সালের লোকসভা ভোটে জেতার পর তৃতীয়বার ক্ষমতায় এসেছে মোদী সরকার। তারপর থেকেই একাধিক প্রকল্পের সূচনা হয়েছে। এছাড়াও দেশের সাধারণ জনগণের সুবিধার্থে বিভিন্ন সরকারি প্রকল্পের (Government Schemes) পরিকল্পনাকে বাস্তবায়নে জোর দেওয়া হয়েছে। ২০১৪ সালে শুরু হওয়া স্বচ্ছ ভারত যোজনায় একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার স্বচ্ছ ভারত ২.০ এর দৌলতে আরও বেশি মানুষের সাহায্য করতে প্রস্তুত ভারত সরকার।

স্বচ্ছতার শুরু প্রত্যেকের নিজেদের বাড়ি থেকেই হয়, তাই শৌচালয় যোজনার শুরু করা হয়েছিল বহু আগেই। এই প্রকল্পের আওতায় প্রতিটি ঘরে শৌচালয় বানিয়ে দেওয়া হয়েছিল। কারণ গ্রামে গঞ্জে অনেক এমন মানুষ আছেন যারা আর্থিক কারণে বাড়িতে শৌচালয় বানাতে পারেন না, ফলে মাঠে বা খোলা জায়গায় শৌচ কর্ম করেন। এতে যেমন পরিবেশ দূষিত হয় তেমনি রোগব্যাধি হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তবে এই সমস্যা দূরীকরণের জন্য ১২,০০০ টাকা প্রদান করা হয় যাতে শৌচালয় বানানো যায়।

সম্প্রতি এই প্রকল্পের দ্বিতীয় ভাগের সূচনা হয়েছে। তাই যারা এই প্রকল্পে আবেদন করতে চান তারা অ্যাপ্লাই করতে পারেন। কারা করতে পড়বেন ও কিভাবে আবেদন করবেন? এই সম্পর্কে বিস্তারিত আজকের প্রতিবেদনে জানানো হল।

আরও পড়ুনঃ লক্ষীর ভান্ডারের টাকা জমিয়েই কোটিপতি! এভাবে বিনিয়োগ করলেই মিলবে লক্ষীলাভের গ্যারেন্টি

কারা শৌচালয় যোজনায় যাবেন করতে পারবেন?

  • যে সমস্ত তফশিলি জাতি ও উপজাতিভুক্ত পরিবারের শৌচালয় নেই তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।
  • যে পরিবারে শারীরিকভাবে প্রতিবন্ধী রয়েছে, অথচ শৌচালয় নেই তারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
  • বিপিএল রেশনকার্ড হোল্ডাররাও এই অ্যাপ্লাই করতে পারবেন যদি তাদের বাড়িতে শৌচালয় না থাকে।
  • যদি কোনো পরিবারে শুধুমাত্র মহিলারাই আছেন অথচ কোনো শৌচালয়ের ব্যবস্থা নেই, তাদের এই প্রকল্পে টাকা দেওয়া হবে।

কিভাবে আবেদন করতে হবে?

  1. এই প্রকল্পে আবেদনের জন্য প্রথমেই স্বচ্ছ ভারত মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (https://swachhbharatmission.ddws.gov.in) চলে যেতে হবে।
  2. তারপর সেখানে গিয়ে Citizen Corner সেকশন থেকে Application Form for IHHL অপশনে ক্লিক করতে হবে।
  3. এরপর রেজিস্ট্রেশনের স্ক্রিন খুলে যাবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নিতে হবে। তারপর লগ ইন করে নিতে হবে।
  4. লগ ইন করার পর আবেদন ফর্মে যথাযথ তথ্য দিয়ে সাবমিট করে দিতে হবে। তবে এরপর ব্লক বা ডিস্ট্রিক্ট অথরিটির লোকেরা এসে ভেরিফিকেশন করবেন।
  5. ভেরিফিকেশন হয়ে জাওয়ারপর কেন্দ্রের তরফ থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।

আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টসঃ 

আবেদন করার সময় কিছু ডকুমেন্টস লাগবে, সেগুলির তালিকা নিচে দেওয়া হলঃ

  • আধার কার্ড
  • ভোটার আইডি কার্ড
  • ব্যাঙ্কের পাসবুক
  • একটি চালু মোবাইল নম্বর
  • বিপিএল বা এপিএল রেশন কার্ড।
Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X