Indian Railway annouce addition of Vistadome Coach to Howrah New NJP Shatabdi Express

উত্তরবঙ্গ সফর এবার আরও আরামদায়ক! যাত্রীদের স্বার্থে বড় ঘোষণা করল ভারতীয় রেল

নিউজশর্ট ডেস্কঃ প্রতিদিন কয়েক কোটি মানুষ যাতায়াতের জন্য ভারতীয় রেল (Indian Railways) ব্যবহার করেন। বিশেষ করে ভ্রমণের জন্য সবচেয়ে সস্তা মাধ্যম আজও রেলপথ। তাই যাত্রী সুবিধা ও সুরক্ষার জন্য নিত্য নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। কখনো নতুন ধরণের কোচ যুক্ত হচ্ছে তো কখনো অত্যাধুনিক টেকনোলোজি চালু হচ্ছে। এরই মাঝে আরও সুখবর উত্তরবঙ্গগামী ট্রেন নিয়ে বড় ঘোষণা করল রেল।

বর্তমানে উত্তরবঙ্গগামী ট্রেনের মধ্যে অন্যতম একটি হল শতাব্দী এক্সপ্রেস (HWH-NJP Shatabdi Express)। এবার হাওড়া থেকেই এনজেপি যাওয়ার এই ট্রেনে যুক্ত হতে চলেছে ভিস্তাডোম কোচ (Vistadome Coach)। ১লা জুলাই থেকেই এই কোচ দেওয়া হবে। যেটা আগামী ৩০শে জুন ২০২৫ পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালানো হবে। অর্থাৎ এবার থেকে ১৪ নয় ১৫ কোচের হবে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস।

এই প্রসঙ্গে পূর্বরেলের প্রধান জনসংযোগ আধিকারিক জানান, যাত্রীদের বিশ্বমানের সুবিধা প্রদান ও স্মরণীয় এক ভ্রমন অভিজ্ঞতা দেওয়ার জন্যই এই প্রচেষ্টা। এই কোচে সফর যেমন আরামদায়ক তেমনি বিলাসবহুল হয়ে থাকে। এর ফলে ভারতীয় রেলের সাথে ভ্রমণের একটি আলাদা মাত্রা পাওয়া যাবে। একইসাথে বলে রাখা ভালো, বর্তমানে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দীতে ২টি এক্সিকিউটিভ AC চেয়ার কার, ১০টি এসি চেয়ার কার, ২টি লাগেজ কাম জেনারেটর ও একটি ভিস্তাডোম কামরা থাকবে।

Vistadome Coach added to Howrah New Jalpaiguri Shatabdi Express

আরও পড়ুনঃ এ যেন সবুজের মোড়া ‘মিনি অ্যামাজন’! রইল কলকাতার কাছেই সেরা উইকেন্ড ডেস্টিনেশনের হদিশ

ভিস্তাডোম কোচের বিশেষত্ব কি?

যাত্রীদের অনেকেই ভারতীয় রেলের ভিস্তাডোম কোচ সম্পর্কে জানেন না। এটি হল অত্যাধুনিক একটি কোচ যেখানে স্বয়ংক্রিয় দরজা, বিশালাকৃতি কাঁচের দরজা। এর সাথে মিলবে আরামদায়ক সিট,Wifi থেকে শুরু করে GPS এর মত সুবিধাও। সব মিলিয়ে যাত্রা আরও উন্নত ও আনন্দময় হয় এই কোচে। ইতিমধ্যেই দেশের সুন্দর কিছু রেলপথে এই কোচ রয়েছে। এবার সেই কোচ যুক্ত হল শতাব্দী এক্সপ্রেসেও।

কোন কোন রেলপথে ভিস্তাডোম কোচ আছে?

আগেই বলেছি যাত্রাপথের সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য ভিস্তাডোম কোচ হল একেবারে আদর্শ। সে ক্ষেত্রে আপনি যদি আর কোথায় এই ধরণের কোচ চালু রয়েছে জানতে চান তাহলে বলি : কালকা থেকে সিমলা, ডুয়ার্স, নাহারলাগুন থেক তিনসুকিয়া, যশবন্তপুর থেকে কর্নাটক, সিমলা, ডুয়ার্স, পশ্চিমঘাট পাহাড় দিয়ে পুনে যাওয়ার পথেও এই ধরণের ভিস্তাডোম কোচ রয়েছে। জীবনে একবার অন্তত এই কোচে সফর করলে সেটা আজীবন মনে থেকে যাবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X