নিউজশর্ট ডেস্কঃ গতমাসের শেষেই গোটা ভারতের নেটিজেনরা ছেঁকা খেয়েছেন! হ্যাঁ মোবাইল রিচার্জের দাম বৃদ্ধির কথাই বলছি। ভোটের আগেই ঘোষণা হয়েছিল যে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হবে। ঠিক তেমনটাই হল, রাত পেরোলেই ৩রা জুলাই থেকেই ২৫ শতাংশ পর্যন্ত বাড়ছে Jio, Airtel থেকে Vi এর রিচার্জের দাম। তবে এমন সময় সাধারণ মানুষের জন্য সস্তায় দুর্দান্ত প্যাকেজ এনে হাজির ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)।
টেলিকম কোম্পানিগুলির তরফ থেকে জানানো হয়েছে গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য প্রতিনিয়ত আপগ্রেডেশনের কাজ চলছে। তাছাড়া 4G এর ওর ইতিমধ্যেই সারাদেশে 5G পরিষেবাও চালু করা হয়েছে। যার ফলে খরচ বেড়েছে, এর ফলেই দাম বাড়ানো হয়েছে। এছাড়াও জানা গিয়েছে বর্তমানে কোম্পানিগুলির ব্যক্তি প্রতি আয় ২০০-২৫০ টাকা যেটা ৩০০ টাকা করার টার্গেট নেওয়া হয়েছে। তবে এমন পরিস্থিতিতে গ্রাহকদের জন্য সস্তায় লম্বা ভ্যালিডিটি প্ল্যান লঞ্চ করেছে বিএসএনএল।
আরও পড়ুনঃ রাজ্যবাসীর জন্য সুখবর! লক্ষীর ভাণ্ডারে নাম তুলতে চান? শুরু হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প
BSNL Rs-249 Plan এর সুবিধা
গ্রাহকদের সুবিধার্থে অন্যান্য কোম্পানির মত বিএসএনএল এর তরফ থেকেও একাধিক রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়। কিছু প্ল্যানে যেমন বেশি ডেটা থাকে তেমনি কিছু প্ল্যানে ডেটা কম থাকলেও ভ্যালিডিটি অনেকটা বেশি থাকে। তবে ডেটা সহ সমস্ত সুবিধা পেতে চাইলে অবশ্যই আপনাকে রিচার্জ করতে হবে BSNL এর ২৪৯ টাকার প্ল্যান। কি কি সুবিধা থাকবে? চলুন দেখে নেওয়া যাক।
- প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাবে এই রিচার্জের সাথে
- ভারতের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং একেবারে বিনামূল্যে
- প্রতিদিন ১০০টা এসএমএস একেবারে ফ্রি
- এই রিচার্জ করলে গ্রাহকেরা ৪৫ দিনের বৈধতা পেয়ে যাবেন।
২৪৯ টাকার প্ল্যান অন্য কোম্পানির থাকলেও তাদের এতদিনের বৈধতা নেই। Airtel এ আপনি যদি ২৩৯ টাকার রিচার্জ করেন তাহলে প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও ২৪ দিনের ভ্যালিডিটি পাবেন। এটাই যদি ২৮ দিনে বৈধতা হয় সেক্ষেত্রে ২৬৫ টাকা লাগবে। ভোডাফোন আইডিয়ার প্ল্যানও এয়ারটেলের সাথেই মাছ করে। অন্যদিকে Jio ব্যবহারকারীরা ২৪৯ তাকে প্রতিদিন হাইস্পীড ২ জিবি ডেটা ও আনলিমিটেড কলিং, ১০০ এসএমএস/ দিন সহ ২৩ দিনের ভ্যালিডিটি পাবেন।