Mass Marriage for 50 Couples organised by Ambani Family ahead of Anant Ambani and Radhika Merchant Wedding

মন থেকেও বড়লোক! ৫০ গরিব ছেলে-মেয়ের বিয়ে দিয়ে উপহারে ভরিয়ে দিল আম্বানি পরিবার

নিউজশর্ট ডেস্কঃ আর মাত্র কয়েকদিন তারপরেই দেশের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও নীতা আম্বানি (Nita Ambani) পুত্র অনন্ত আম্বানির বিয়ে (Anant Ambani Radhika Merchant Wedding)। দীর্ঘদিনের বান্ধবী তথা প্রেমিকা রাধিকা মার্চেন্টের সাথেই সাত পাকে ঘুরবেন অনন্ত। তবে তার আগেই সকলকে চমকে গণ বিবাহের আয়োজন করল আম্বানি পরিবার।

হ্যাঁ থাকি শুনেছেন, গত মঙ্গলবার রিলায়েন্স কর্পোরেট পার্কেই আয়োজন হয়েছিল গণ বিবাহের। যেখানে ৫০ জনের বিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই বিয়ের ছবি থেকে ভিডিও বেশ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। গণবিবাহের মঞ্চে মুকেশ-নীতা আম্বানির পাশাপাশি ছেলে অনন্ত আম্বানি, ঈশা আম্বানি, আনন্দ পিরামলকেও দেখা গিয়েছে।

বিয়ের মণ্ডপের ছবিতে দেখা যাচ্ছে হাত জোর করে সকলকে নমস্কার করতে করতে ঢুকেছেন মুকেশ-নীতা আম্বানি। এদিন মুকেশ আম্বানির পরনে ছিল সাদা শার্ট ও কালো ট্রাউজার। অন্যদিকে নীতা আম্বানি ম্যাচিং করা সিল্কের শাড়ি ব্লাউজ, লালা রঙের একটি লাক্সারি ব্যাগ ও গা ভর্তি সোনার গয়না পড়ে হাজির হয়েছিলেন। বিয়ের অনুষ্ঠানে বিয়ে দেওয়া ছাড়াও আরও একাধিক বর-কনেদের একাধিক উপহার দিয়েছে আম্বানি পরিবার।

Ambani Family organise mass wedding for 50 poor boys and girls

আরও পড়ুনঃ অবশেষে বৌয়ের ইচ্ছা পূরণ, মধুচন্দ্রিমায় রোম্যান্সে মজলেন ‘কাঞ্চন-শ্রীময়ী’, দেখুন ভাইরাল ছবি ও ভিডিও

যেমনটা জানা যাচ্ছে, নবদম্পতিদের মঙ্গলসূত্র, বিয়ের আংটি, নাকছাবি, সোনার গয়না, পায়ের আংটি ও পায়ের পাতার মত রুপোর গয়না উপহার দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, ‘স্ত্রীধান’ হিসাবে প্রত্যেক জুটিকে ১ লক্ষ ১ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। যেটা নীতা আম্বানি নিজের হাতে সকলকে দিয়েছেন।

প্রসঙ্গত, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রেম কাহিনী একেবারে বলিউডের সিনেমার মত। ছোট বেলা থেকেই বন্ধু ছিলেন দুজনে। পরবর্তীকালে বন্ধুত্ব থেকেই প্রেমের সূত্রপাত। ২০১৮ সালে প্রথম দুজনের একসাথে ছবি পোস্ট করে সম্পর্কের কথা জানান তাঁরা। এরপর কেটেছে ৬ বছর, আর এবার ২০২৪ সালেই প্রেমিক-প্রেমিকা থেকে স্বামী স্ত্রী হতে চলেছেন অনন্ত-রাধিকা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X