Union Budget 2024-25 Nirmala Sitaraman big announcement regarding Free Ration

বন্ধ হবে ফ্রি চাল-গম দেওয়া? বাজেটে কোটি কোটি রেশন গ্রাহকদের উদ্দেশ্যে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

নিউজশর্ট ডেস্কঃ এবছর লোকসভা ভোটে জেতার পর তৃতীয়বার কেন্দ্রীয় সরকার গঠন করেছেন এনডিএ। আজ ছিল মোদী সরকারের তৃতীয় টার্মের কেন্দ্রীয় বাজেট পেশ (Union Budget 2024-25)। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান (Nirmala Sitaraman) বাজেট পড়ে শোনান। যেখানে শুরু থেকেই গরিবদের উন্নয়নের জন্য একাধিক ঘোষণা শোনা যায়। বিশেষ করে অনেকেই চিন্তায় ছিলেন রেশন সংক্রান্ত ঘোষণা (Free Ration Scheme Announcement) নিয়ে। তবে বাজেটে একপ্রকার স্বস্থির নিঃশ্বাস ফেলল কোটি কোটি দেশবাসী।

বাজেট ২০২৪-২৫ এ একদিকে যেমন গরিবদের জন্য একাধিক ঘোষণা রয়েছে তেমনি রয়েছে পড়ুয়াদের জন্য বিশেষ স্কিম। এছাড়া ওষুধের দাম থেকে লোন, মোবাইল ফোনের দাম সহ একাধিক জিনিসের দাম নিয়ে আপডেট দেওয়া হয়েছে। তবে সকলের মনেই একটা প্রশ্ন ঘুরছিল যে আর কতদিন চলবে? আজ এই প্রশ্নের উত্তর একেবারে স্পষ্ট করে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামান।

করোনাকাল থেকেই দেশের দরিদ্র নাগরিকদের নাতে খাওয়ার কোনো সমস্যা না হয় তার জন্য রেশন দেওয়া হয়। নির্দিষ্ট কার্ড অনুযায়ী প্রতিমাসে বিনামূল্যে চাল ও গম পাওয়া যায়। মূলত যে সমস্ত মানুষ আর্থিকভাবে অনেকটা পিছিয়ে তাদের কাছে এই প্রকল্প আশীর্বাদের মত। মাঝে গুজব রটে গিয়েছিল যে করোনাকাল শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যাবে বিনামূল্যে রেশন দেওয়া। যার ফলে কোটি কোটি মানুষ সমস্যার সম্মুখীন হতে পারেন।

Ration Card

তবে চিন্তার কোনো কারণ নেই, পরিস্থিতি স্বাভাবিক হলেও রেশন দিব্যি পাওয়া যাচ্ছে। আর বাজেট ২০২৪-২৫ থেকে জানা গেল কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন ব্যবস্থা আরও ৫ বছর চালু রাখবে। অর্থাৎ ঠিক যেমনটা ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তেমনটাই হল। আগামী পাঁচ বছর খাদ্যশস্য নিয়ে কোনো চিন্তা নেই গরিবদের।

আরও পড়ুনঃ এক কেজির দামই ১ কোটি! পৃথিবীর সবচেয়ে দামি এই গাছের চাষ করলেই বসে খাবে সাতপুরুষ

বিনামূল্যে রেশন যে শুধু দরিদ্রদের সাহায্য করে তা কিন্তু একেবারেই নয়। প্রতিদিন যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে করে মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত। রেশনে চাল ও গম পাওয়া গেলে মধ্যবিত্তের ওপর থেকেই খরচের বোঝা কিছুটা কমে।

প্রসঙ্গত, বর্তমানে দেশের প্রায় ৪০ কোটিরও বেশি রেশন কার্ড হোল্ডার রয়েছেন। আগামী পাঁচ বছরের জন্য এই সমস্ত দেশবাসী নিশ্চিন্তে থাকতে পারেন। এদিকে পশ্চিমবঙ্গেও রেশন কার্ডের একাধিক নিয়ম চালু হয়েছে। ভুয়ো রেশন কার্ড বাতিল থেকে শুরু করে কারচুপি বন্ধ করার জন্য মোবাইলে প্রতিমাসে কত খাদ্যশস্য পাওয়া যাবে তা জানিয়ে দেওয়া হচ্ছে এসএমএস এর মাধ্যমে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X