নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে প্রযুক্তির যুগে অর্থ বিনিয়োগের একাধিক উপায় রয়েছে। যার মধ্যে সকলের পছন্দের একটু উপায় হল শেয়ার মার্কেট। সঠিকভাবে বিনিয়োগ করতে করতে পারলে ভালো লাভের মুখ দেখা যায় শেয়ার মার্কেটে। তবে বিনিয়োগের আগে অবশ্যই কোন কোম্পানির স্টক কিনছেন তার সম্পর্কে জেনে নেওয়া উচিত। আজ আপনাদের একটি রেলের স্টক সম্পর্কে জানাবো যেটা আগামীদিন ভালো রিটার্ন দিতে পারে।
টিটাগড় রেল সিস্টেম
যাত্রীসুবিধার্থে ভারতীয় রেল প্রতিনিয়ত কাজ করে চলেছে। দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে ট্রেনের চাহিদাও ব্যাপকভাবে বেড়েছে, সাথে একাধিক নতুন ট্রেনও এসেছে। আর দেশের একমাত্র কোম্পানি যে রেলের জন্য ওয়াগন তৈরী করে সেটা হল টিটাগড় রেল সিস্টেম (Titagarh Rail System)। ওয়াগন তৈরির পাশাপাশি বন্দে ভারত এক্সপ্রেসের জন্য অ্যালুমিনিয়ামের কোচ ও মেট্রো কোচ তৈরী করে।
Titagarh Rail System Share Price Target
এবছর বাজেটে রেলে ২.৭ লক্ষ কোটি টাকার বিনিয়োগের কথা জানিয়েছেনঅর্থমন্ত্রী নির্মলা সীতারামান। যা ৩৮০০০ ওয়াগন তৈরির জন্য ব্যবহৃত হবে। বলার অপেক্ষা রাখে না এই ওয়াগন তৈরির অর্ডার পেয়েছে টিটাগড় রেল সিস্টেম। তাই কোম্পানির ভবিষ্যৎ যে উজ্জ্বল সেটা বলা যেতেই পারে। বর্তমানে এই কোম্পানির শেয়ারের মূল্য ১৫৭১ টাকা। তবে এই জুন ত্রৈমাসিক রিপোর্টার পর এই শেয়ার ১৪৭৫ টাকা থেকে ১৯৮৮ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে জানাচ্ছে Nuvama নামক ব্রোকারেজ ফার্ম।
জুন মাস অবধি যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে কোম্পানির অর্ডার বুক ভ্যালু ১৪১১৭ কোটি টাকা। বর্তমানে কোম্পানিতে প্রায় ২০,৩০ ওয়াগন ও ১৫৯২টি মেট্রো ও বন্দে ভারত কোচ তৈরির অর্ডার আছে। এর জেরে প্রথম কোয়ার্টারে আয় ১% কমে ৯০৩ কোটি টাকা। EBITDA ৪.১% কমে ১০২ কোটি টাকা ও প্রফিট ৫.৫% বেড়ে হয়েছে ৭১.৩ কোটি টাকা। এই প্রফিট বেড়ে ৭.৯% পর্যন্ত যাবে যদিও EBITDA 40bps কমে ১১.৩% হবে।
আরও পড়ুনঃ বাতিল ১৫ই আগস্টের ছুটি! উপস্থিত না হলেই কড়া শাস্তি, নির্দেশিকা জারি সরকারের
গত বৃহস্পতিবার টিটাগড় রেল সিস্টেমের শেয়ার ৩.৫% দাম কমে ১৫৭১ টাকা হয়ে গিয়েছে। যেটা ২৭শে জুন ১৮৯৬ টাকা পর্যন্ত উঠেছিল। এই স্টকটি আসলে একটি মাল্টিবাগ্যার স্টক যেটা শেষ ৩ মাসে ৫০% পর্যন্ত রিটার্ন দিয়েছে। এমনকি এবছর ইতিমধ্যেই ৫১% ও শেষ এক বছরে ১৪০% লাভ দিয়েছে। আর শেষ দুই বছরে প্রায় ১১০০% রিটার্ন দিয়েছে। তাই ইনভেস্টরা অনেকেই এই শেয়ারটি নেওয়ার ইচ্ছা রাখেন।
** স্টকমার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। এই প্রতিবেদন শুধুমাত্র তথ্য তুলে ধরার উদ্দেশ্যে লেখা। Newzshort কোনোভাবেই স্টক কেনা বা বিনিয়োগের জয় উৎসাহিত করে না। যে কোনো ধরণের বিনিয়োগের আগে চিন্তা-ভাবনা, গবেষণা ও বাজারজাত ঝুঁকি সম্পর্কে জেনে সিদ্ধান্ত নেবেন।