নিউজশর্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গে গত দু’দিন ধরে প্রবল বৃষ্টিপাত (Rain) অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে প্রায় ২০ সেন্টিমিটারের মত। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সারাদিনই হালকা কিংবা মাঝারি বৃষ্টি হয়েই চলেছে। আসলে দক্ষিণবঙ্গের উপর তৈরী হওয়া ঘূর্ণাবর্তের কারণেই এই বৃষ্টি, যেটা আগামীতে আরও বাড়তে পারে বলে আশঙ্কা হাওয়া অফিসের।
আজকের আবহাওয়া
আবহাওয়া দফতর সূত্রে খবর, যে ঘূর্ণাবর্তটির জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপকূলীয় এলাকায় নিম্নচাপ তৈরী হয়। যেটা আগামী ২৪ ঘন্টায় ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিমে সরে যাবে। এদিকে মৌসুমি অক্ষরেখা বিকানের, সিকর, গোয়ালিয়র হয়ে দক্ষিণবঙ্গের উপকূল পর্যন্ত এসে হাজির হয়েছে, যার জেরে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ পুরুলিয়াতে। এছাড়াও হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা ও নদীয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। নিম্নচাপের জেরে আগামী কিছুদিন আবহাওয়া এমনই থাকতে পারে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ বাড়ল পরিমাণ! এ মাসে কত কেজি ফ্রি চাল গম পাওয়া যাবে রেশনে? দেখুন তালিকা
এদিন সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত বীরভূমের ঘেরোপাড়া এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। প্রায় ২৪ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে যেটা গোটা রাজ্যে সর্বোচ। অন্যদিকে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পানাগড়, দুর্গাপুর লাভপুর, আসানসোলে প্রায় ১৫ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান থেকে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের ৫ জেলায় আগে থেকেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলুপুরদুয়ার অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, কালিম্পঙে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ২০ সেন্টিমিটারেরও বেশি হতে পারে বলে আশা করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তাই যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাঁরা সাবধান।