নিউজশর্ট ডেস্কঃ আবারও বিক্রির দোরগোড়ায় দেশের এক বড় ব্যাঙ্ক (Bank)। যদিও এর আগেও একাধিক সরকারি ব্যাঙ্কের বেসরকারিকরণ (Bank Privatization) হয়েছে, তবে এই খবর প্রকাশ্যে আসার প্রিয় উদ্বিগ্ন হয়ে পড়েছেন গ্রাহকেরা। কারণ এর আগেও দেখা গিয়েছে সরকারি ব্যাঙ্কে বিলগ্নিকরণ মানেই আমজনতার মনে ভয় ধরে যায় তাদের গচ্ছিত টাকার কি হবে? যদিও IDBI ব্যাঙ্ক যে বেসরকারি করা হবে তার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল।
বিক্রি হয়ে যাচ্ছে IDBI ব্যাঙ্ক!
হ্যাঁ ঠিকই দিচ্ছেন বিক্রি হতে চলেছে IDBI ব্যাঙ্ক। ব্যাঙ্কটি লসে না থাকলেও অন্যান্য প্রাইভেট ব্যাঙ্কের তুলনায় লাভের অঙ্ক অনেকটাই কম। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছিল বিলগ্নিকরণের। আর এবার জানা যাচ্ছে জোর কদমে IDBI ব্যাঙ্কের জন্য ভালো ক্রেতা খুঁজছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার আগেই ‘ফিট ও প্রপার’ রিপোর্ট জমা দিয়েছে IDBI ব্যাঙ্ক, তারপর থেকেই শুরু হয়েছে ক্রেতার খোঁজ। বেশ কিছু নামও প্রকাশ্যে এসেছে যারা কিনতে ইচ্ছুক, তবে এখনও পর্যন্ত কোনো ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়নি।
RBI ছাড়পত্র দিতেই কিনতে আগ্রহী একাধিক
১৯৬৪ সালে সরকারি ব্যাঙ্ক হিসাবেই IDBI ব্যাঙ্কের পথ চলা শুরু হয়। এরপর ২০১৯ সালে প্রথম বেসরকারি বলে ঘোষণা করা হয় ব্যাঙ্কটিকে। পরবর্তীকালে ২০২২ সালে IDBI Bank এর নিজেদের অংশীদারিত্ব বিক্রির ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ও LIC। সূত্রমতে, কেন্দ্রীয় সরকার তাঁর ৪৫.৪৮% ও LIC তাঁর ৪৯.২৪% শেয়ার বিক্রি করে দিতে চাইছে, অর্থাৎ ৬০.৭% ব্যাঙ্ক বিক্রি হয়ে যাবে।
কিছুদিন আগে আসা এক রিপোর্ট অনুযায়ী IDBI ব্যাঙ্ক গতবছরের তুলনায় ৪৪% বেশ প্রফিট করেছে যার পরিমাণ ট্যাক্স ছাড়াই ১৬২৮.৪৬ কোটি টাকা। RBI এর কাছে ফিট রিপোর্ট জমা পড়ার পর থেকেই IDBI ব্যাঙ্ক বিক্রি নিয়ে চর্চা শুরু হয়েছে সর্বত্র। একাধিক নাম সামনে এসেছে যারা কেনার আগ্রহ প্রকাশ করেছেন। যার মধ্যে প্রথমেই রয়েছেন কানাডা নিবাসী এক প্রবাসী ভারতীয় ব্যবসায়ী প্রেম ওয়াতসা। এছাড়াও কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক থেকে শুরু করে NBD Emirates এর মত না উঠে এসেছে।
আরও পড়ুনঃ বদলাচ্ছে প্রভিডেন্ট ফান্ডের নিয়ম, বিজ্ঞপ্তি জারি করে কর্মীদের উদ্দেশ্যে ঘোষণা রাজ্য সরকারের
এপর্যন্ত যেমনটা জানা যাচ্ছে তাতে কানাডা নিবাসী ব্যবসায়ী প্রেম ওয়াতসা যিনি Fairfax Financial Holdings এর চেয়ারম্যান তিনিই এগিয়ে রয়েছেন IDBI ব্যাঙ্ক কেনার দৌড়ে। অনেকেই হয়তো জানেন না প্রেমবাবু শূন্য থেকে শুরু করে আজ প্রায় ১৪ হাজার কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক। আশা করা হচ্ছে তিনিই হয়তো IDBI ব্যাঙ্কের ৬০.৭% এর মালিক হবেন। তবে এসপর্কে কোনো অফিসিয়াল ঘোষণা এখনও মেলেনি।