নিউজশর্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকেই বিচার চেয়ে পথে নেমেছে রাজ্যের মানুষেরা। এমনকি রাজনৈতিক ব্যক্তিত্বরাও সরব হয়েছেন। তবে এবার নারী সুরক্ষা ও নিরাপত্তার জন্য বড় পদক্ষেপ নিলেন ব্যারাকপুরের সংসদ পার্থ চট্টোপাধ্যায়। নিজের এলাকায় বিশেষ অ্যাপ চালুর কথা জানালেন তিনি।
লোকসভা ভোটে জেতার পর সংসদ নির্বাচিত হয়েছেন পার্থ ভৌমিকবাবু। এদিন তার কার্যকালের প্রথম প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থি ছিলেন জেলাশাসক, জেলা পরিষদের সভাপতি থেকে একাধিক প্রশাসনিক আধিকারিকেরা। সেখানেই নারী সুরক্ষার স্বার্থে নতুন অ্যাপ চালু করার ঘোষণা করেন তিনি।
বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে পার্থ ভৌমিক জানান, ‘সরাসরি সংসদ’ অ্যামের মাধ্যমে মানুষেরা নিজেদের সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন। এছাড়া রাজ্য সরকারে পরিষেবা বা অন্য কোনো সমস্যা হলে সেটাও জানাতে পারবেন সরাসরি। তাছাড়া, এই অ্যাপে রাখা হবে ‘Panic Button’ যেটা মূলত নারী সুরক্ষার কথা ভেবেই দেওয়া হবে।
সরাসরি সংসদ অ্যাপের মধ্যে প্যানিক বাটনে ক্লিক করলেই স্থানীয় থানায় লোকেশন সমেত এমার্জেন্সি মেসেজ চলে যাবে। এরফলে দ্রুত অ্যাকশন নেওয়া যাবে। আগামী এক মাসের মধ্যেই এই সমস্ত ফিচার্স আনা হবে বলে জানান সংসদ পার্থ ভৌমিক।
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি মেনেই নিজের এলাকার উন্নয়ন কতটা হয়েছে সেটা নিয়েই এদিনের বৈঠকের আয়োজন করা হয়েছিল। বিধায়ক থেকে পুরসভার চেয়ারম্যান ও গ্রাম পঞ্চায়েতের সভাপটি সকলের থেকেই আগামী দিনের উন্নয়নের জন্য কি কি প্রয়োজন তাঁর তালিকা জানতে চেয়েছিলেন তিনি। যে সমস্ত কাজের কথা জানানো হয়েছে তার মধ্যে যতটা সম্ভব করানোর জন্য চেষ্টা করবেন তিনি এমনটাই জানা যাচ্ছে।