Biswabina Scholarship tor higher studies know how to apply

পড়ুয়াদের জন্য সুখবর! বিশ্ববীণা স্কলারশিপে পাবে ১২,০০০ টাকা, রইল আবেদন পদ্ধতি

নিউজশর্ট ডেস্কঃ শিক্ষা প্রতিটি মানুষের জন্মগত অধিকার, তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় অর্থের অভাবের কারণে স্কুলে বা কলেজে যাওয়া হয় না বহু শিক্ষার্থীদের। তাই এই সমস্যার সমাধানে রাজ্য ও কেন্দ্র সরকার থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট ও NGO সংস্থা স্কলারশিপ বা আর্থিক বৃত্তি প্রদান করে থাকে। আজ এমনই একিট স্কলারশিপের সম্পর্কে জানাবো আপনাদের। যেখানে আবেদন করলে ১২,০০০ টাকা পাওয়া যেতে পারে। কার্ডের জন্য এই স্কলারশিপ? কিভাবে আবেদন করতে হবে? তার বিস্তারিত জানানো হল আজকের প্রতিবেদনে।

বিশ্ববীণা স্কলারশিপ (Biswabina Scholarship)

যারা উচ্চমাধ্যমিক পাশে করার পর কোনো পেশাদারি কোর্স বা টেকনিক্যাল কোর্সের জন্য ভর্তি হয়েছে তাদের জন্যই এই স্কলারশিপ। নন প্রফিট অর্গানাইজেশন বিশ্ববীণা ফাউন্ডেশনের তরফ থেকে এই স্কলারশিপ প্রদান করা হয়ে থেকে।  আবেদনে করার পর যারা সিলেক্টেড হবে তাদের পড়াশোনার খরচের পাশাপাশি বাইরে থাকতে হলে থাকা খাওয়ার জন্যও টাকা দেওয়া হবে। তবে আবেদনের আগে যোগ্যতা সম্পর্কে জেনে নেওয়া অবশ্যই প্রয়োজন।

বিশ্ববীণা স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • উচ্চমাধ্যমিক পরীক্ষায় নূন্যতম ৮০% নাম্বার সহ পাশ করে থাকতে হবে।
  • আবদেনকারীকে কোনো টেকনিক্যাল কোর্স বা পেশাদারি কোর্স ভর্তি হতে হবে।

কিভাবে আবেদন করতে হবে?

  • যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাও তাদের প্রথমেই সংস্তাহার অফিসিয়াল ওয়েবসাইটে (নিচে অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে) রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর স্কলারশিপের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটা ডাউনলোড করে নিতে হবে। এর সাথেই আবেদনের ফর্মটি দেওয়া থাকবে।
  • আবেদনফর্মটি ডাউনলোড করার পর প্রিন্ট করিয়ে সমস্ত তথ্য যথাযথভাবে পূরণ করে নিতে হবে।
  • এরপর সেটা NGO এর ঠিকানায় পাঠিয়ে দিতে হবে Speed Post এর মাধ্যমে। বা চাইলে নিজে গিয়েও মেদিনীপুরে উক্ত সংস্থার ঠিকানায় জমা দিয়ে আসতে পারেন।

আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস

  • পরিচয়পত্র হিসাবে আধার কার্ড
  • জাতিগত শংসাপত্র
  • উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ও সার্টিফিকেট
  • পরিবারের আয়ের শংসাপত্র
  • আবেদনকারর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশ্বইয়ের প্রথম পৃষ্ঠা
  • পাসপোর্ট সাইজ কালার ফটো

আরও পড়ুনঃ মেধাবী পড়ুয়াদের ৭০,০০০ টাকার স্কলারশিপ দিচ্ছে স্টেট ব্যাংক, রইল আবেদন পদ্ধতি সহ খুঁটিনাটি

আবেদন জমার ঠিকানা ও লাস্ট ডেট

আবেদন জমা করার শেষ তারিখ হল ১৫ই সেপ্টেম্বর। আবেদন ফর্মটি ফিলআপ করে নেওয়ার পর সেটাকে পাঠাতে হবে এই ঠিকানায় : বিশ্ববিনা ফাউন্ডেশন, M/9, Bidhannagar (Near Lalkuthi), P.O – Paschim Medinipur, Pin – 721101

বিশ্ববীণা স্কলারশিপের অফিসিয়াল বিজ্ঞপ্তি লিঙ্ক >> আবেদন ফর্ম লিঙ্ক 

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X