Infosis Foundation STEM Starts Scholarship 2024-25

এই একটি যোগ্যটা থাকলেই, ১ লক্ষ টাকার স্কলারশিপ দেবে Infosys, রইল আবেদনের পদ্ধতি

নিউজশর্ট ডেস্কঃ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বছরের বিভিন্ন সময়ে রাজ্য তথা কেন্দ্র সরকার থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট কোম্পানি বা NGO এর তরফ থেকে স্কলারশিপের ব্যবস্থা করা হয়ে থাকে। অর্থের অভাবে যাতে শিক্ষার কোনো ক্ষতি না হয় সেই কারণেই এই আর্থিক সাহায্য করা হয়। আর আজ আপনাদের জন্য রইল প্রাইভেট সংস্থা ইনফোসিস এর স্কলারশিল্পের আপডেট। কি কি যোগ্যতা লাগবে থেকে কিভাবে আবেদন করবেন? সমস্ত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

ইনফোসিস ফাউন্ডেশন স্টেম ষ্টার স্কলারশিপ পোগ্রাম (Infosys Scholarship)

আইটি ফিল্ডে ভারতের নামজাদা কোম্পানির মধ্যে একটি হল ইনফোসিস। কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান করেছে এই সংস্থা। তবে চাকরি দেওয়ার পাশাপাশি পড়ুয়াদের জন্যও স্কলারশিপ দেয় ইনফোসিস। কোম্পানির কর্নধার নারায়ণ মূর্তি ও শ্রীমতি সুধা মূর্তি ইনফোসিস ফাউন্ডেশনের দ্বারা প্রতিবছর সমাজের গরিব অথচ মেথাবী শিক্ষার্থীদের সাহায্য করে থাকেন। সম্প্রতি এবছরের স্কলারশিপের আপডেট মিলেছে। যোগ্য পড়ুয়াদের ১ লক্ষ টাকা দেওয়া হবে।

ইনফোসিস স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতাঃ

যাঁরা ইনফোসিসের এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাও তাদের কিছু যোগ্যতা থাকতে হবে। কি কি? সেটা নিচে জানানো হলঃ

  • আবেদনকারীকে অবশ্যই মহিলা ছাত্রী বা শিক্ষার্থী হতে হবে
  • আবদেনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • যে আবেদন করবে তাকে অবশ্যই স্নাতক কোর্স ভর্তি হয়ে থাকতে হবে। এক্ষেত্রে বিজ্ঞান বিভাগের গণিত, ইঞ্জিরিয়ারিং টেকনোলজি, সাইন্স বিষয়ক যে মেডিক্যাল সংক্রান্ত স্নাতক কোর্স হতে হবে।
  • ছাত্রীকে কোর্স প্রতি বছর ভালো নাম্বার সহ পাশ করতে হবে। যার দরুন রেজাল্টে CGPA অবশ্যই ৭ এর উপরে থাকা বাধ্যতামূলক ।
  • আবেদনকরী শিক্ষার্থীর পারিবারিক আয় ৮ লক্ষ টাকার নিচে থাকতেই হবে।
  • অন্য কোনো বৃত্তির জন্য যদি আবেদন করে থাকা বা টাকা পেয়ে থাকে তাহলে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না।

আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস

  1. উচ্চমাধ্যমিকের রেজাল্ট ও সার্টিফিকেট
  2. পরিচয়পত্র হিসাবে আধার কার্ড, পান কার্ড বা ভোটার কার্ড
  3. নতুন শিক্ষাবর্ষের ভর্তির প্রমাণ বা কোর্সের পেমেন্টের রশিদ
  4. বৈধ JEE/CET/NEET এর স্কোর কার্ড
  5. পারিবারিক আয়ের শংসাপত্র
  6. কালার পাসপোর্ট সাইজ ছবি
  7. চালু ব্যাঙ্ক অ্যাকাউন্টার প্রথম পৃষ্ঠা

আরও পড়ুনঃ শেষ মুহূর্তে স্থগিতাদেশ, কবে ঢুকবে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা? দেখে নাও লেটেস্ট আপডেট

ইনফোসিস স্কলারশিপে অনলাইনে আবেদনের পদ্ধতিঃ

  • এই স্কলারশিপে আবেদন করতে চাইলে Buddy4Study পোর্টালের মাধ্যমে করতে হবে। সেক্ষেত্রে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে (নিচে লিংক দেওয়া আছে) গিয়ে ‘Infosys Foundation Stem Star Scholarship 2024-25’ এ ক্লিক করতে হবে।
  • এরপর রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য নাম ইমেল আইডি ও ফোন নাম্বার লাগবে। তারপর রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়েই লগ ইন করে নিতে হবে।
  • লগ ইন করার পর যে তথ্য চাওয়া হবে সেগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। একইসাথে কিছু ডকুমেন্টস আপলোড করতে বলা হবে সেগুলো আপলোড করে শুরু থেকে সবটা চেক করে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে।
  • আবেদন সাবমিট করে দিলে যে অডিশনের ফরমটি দেখতে পাওয়া যাবে সেটা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে।

Infosys Foundation Stem Star Scholarship Proggrame 2024 Application Link >> Official Website↗

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X