Bengali Serial Target Rating Point List Katha Serial Became Bengal Topper See Complete TRP List

জলসার মেগার কাছে হার মানল জি বাংলা, ওলটপালট TRP তালিকা! কে হল বেঙ্গল টপার?

নিউজশর্ট ডেস্কঃ একসপ্তাহের প্রতীক্ষা শেষ, প্রকাশ্যে এল এসপ্তাহের বাংলা সিরিয়ালের (Bengali Serial) টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) লিস্ট। যেখানে জি বাংলা ও ষ্টার জলসার জোরদার লড়াই একেবারে স্পষ্ট। আগে যেখানে সেরা দশে ১০টি মেগা থাকত, সেখানে এবারে রয়েছে ১৬টি। অর্থাৎ এক ইঞ্চিও জায়গা ছাড়তে রাজি নয় কেউ। এমতাবস্থায় বেঙ্গল টপার হল কে? চলুন দেখে নেওয়া যাক সপ্তাহের সেরা সিরিয়াল সহ টপ ১০ সিরিয়ালের তালিকা।

বিগত কয়েক সপ্তাহে জি বাংলার মেগাদের টেক্কা দিচ্ছে ষ্টার জলসা। এসপ্তাহেও তার অন্যথা হল না। গোপাল আনতে গিয়ে রহস্যে উদঘাটনের পর্বের জেরে ৭.৩ পয়েন্ট সহ বেঙ্গল টপার হয়েছে কথা। এর ঠিক পিছনেই রয়েছে ফুলকি, গীতা LLB ও উড়ান। হ্যাঁ ঠিকই দেখছেন, এবারে একসাথে তিন মেগাই ৭.১ পয়েন্ট পেয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। এদিকে পর্ণাকে বিয়ে করে তৃতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু, সাথে আছে ষ্টার জলসার রোশনাই। দুজনেই এবারের তালিকায় ৬.৪ পেয়ে তৃতীয় হয়েছে।

29th August Bengali Serial Target Rating Point List Katha became Bengal Topper see complete TRP List

চতুর্থ স্থানেও একবিন্দু জায়গা ছাড়তেও রাজি নয় কেউ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের জেরে ৬.১ পেয়ে একসাথে চতুর্থ হয়েছে কোন গোপনে মন ভেসেছে, জগদ্ধাত্রী, শুভ বিবাহ। আর পঞ্চম স্থানে আছে বঁধুয়া (৫.৬)। সেরা পাঁচের তালিকাতেই রয়েছে ১০ টি মেগা। তাই কম্পিটিশন যে বাড়ছে সেটা বোঝাই যাচ্ছে। তাছাড়া বর্তমানে কলকাতা শহর তথা বাংলাজুড়ে চলা তিলোত্তমার বিচারের আন্দোলনের জেরেও কিছুটা প্রভাব পড়েছে ধারাবাহিকের টিআরপির উপর সেটাও মাথায় রাখতে হবে। চলুন এবার দেখে নেওয়া যাক সেরা দশ ধারাবাহিকের নাম্বার সহ তালিকা।

সেরা দশ সিরিয়ালের TRP তালিকাঃ (Bengali Serial Target Rating Point List)

কথা – 7.3
ফুলকি, গীতা LLB, উড়ান – 7.1
নিম ফুলের মধু, রোশনাই – 6.4
কোন গোপনে মন ভেসেছে, জগদ্ধাত্রী, শুভ বিবাহ – 6.1
বঁধূয়া – 5.6

মিঠিঝোরা – 5.5
ডায়মন্ড দিদি জিন্দাবাদ – 5.4
অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল – 5.0
কে প্রথম কাছে এসেছি – 4.5
পুবের ময়না – 3.6

আরও পড়ুনঃ ‘স্বপ্নের কোনো সীমানা হয় না’! প্রোমোতেই দর্শকদের মন জিতল তথাগত-পায়েলের নতুন মেগা, দেখুন ভিডিও

সেরা দশ বাদে নীল শ্যামৌপ্তির ‘অমর সঙ্গী’ ধারাবাহিকটি পেয়েছে ১.১ পয়েন্ট। নতুন মেগা তেঁতুলপাতা পেয়েছে ৩.৬। ধারাবাহিক বাদে রিয়েলিটি শোয়ের মধ্যে দিদি নং ১ এর সানডে ধামাকা পর্বে ৪.২ পয়েন্ট পেয়েছে। আর সারেগাপামা পেয়েছে ৫.২।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X