পার্থ মান্নাঃ আর মাত্র কয়েক দিন বাকি দুর্গাপুজোর। তবে পুজোর আগে থেকেই সরকারি কর্মীদের জন্য একেরপর এক ঘোষণা হয়ে চলেছে। আর এবার স্কুল শিক্ষকদের জন্য এল দুর্দান্ত খবর। যেটা শোনার পরে উৎসবের আনন্দ আরও কয়েক গুণ বেড়ে গেছে। কি খবর এল? আসলে বিভিন্ন স্কুলে নির্দেশিকা পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর তরফ থেকে।
শিক্ষকদের জন্য গুড নিউজ!
আসলে কিছুদিন আগেই শিক্ষকদের জন্য সুখবরমিলেছিল রাজ্য সরকারের তরফ থেকে। শিক্ষা দফতরের নিয়ম দফতরের নিয়ম অনুযায়ী অবসরকালীন ভাতা বা পেনশন পেতে হলে কমপক্ষে ১০ বছর টানা চাকরি করতে হত শিক্ষকদের। অবশ্য এই নিয়মে কিছুটা ছাড় ছিল, ৯ বছর ৬ মাস বা তার বেশি কাজ করলেও পেনশন পাওয়া উচিত শিক্ষকের। কিন্তু সেটা নিয়ে বেশ কিছু সমস্যা রয়েই গিয়েছিল।শিক্ষক দিবসে এই সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষা মন্ত্রী। এবার সেই মত রাজ্যের স্কুলগুলিতে চিঠি পাঠ্য হল বিকাশ ভবনের পক্ষ থেকে।
বিকাশ ভবনের চিঠিতে কি নির্দেশ দেওয়া হল?
যে সমস্ত শিক্ষকেরা ৯ বছর ৬ মাস বা তার বেশিদিন চাকরি করেছেন তাদের ক্ষেত্রে ১০ বছর নিরবিচ্ছন্ন চাকরি ধরা হবে। আর তাদের পেনশন দেওয়া হবে। এবার সেই সংক্রান্ত শিক্ষকদের তথ্য ৭ দিনের মধ্যে বিকাশ ভবনে পাঠিয়ে দিতে হবে বলে নোটিশ দেওয়া হয়েছে স্কুল ইন্সপেক্টরদের। এমন একটা নির্দেশিকা যে লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকাদের মুখ হাসি ফোটাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুনঃ নিত্যযাত্রীরা সাবধান! শনি ও রবিবার বাতিল একঝাঁক লোকাল ট্রেন, সমস্যা পড়া আগেই দেখে নিন তালিকা
প্রসঙ্গত, এতদিন সমস্যা হলেও অভিযোগ জানানোর জন্য কোনো নির্দিষ্ট জায়গা বা হেল্পলাইন নাম্বার ছিল না। তাই শিক্ষক দিবসের দিনেই নতুন হেল্পলাইন নাম্বার (9088885544) চালু করা হয়েছে সেখানে নিজেদের অভিযোগ জানানো যাবে। ইতিমধ্যেই সেখানে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে বলে জানা গিয়েছে।