শ্রী ভট্টাচার্য, কলকাতা: খামখেয়ালি আবহাওয়ার এমন রূপ দেখতে হবে বাঙালি কি জানত! শীতের বিদায়ের আগে এ কেমন গ্রীষ্মের পূর্বাভাস। এই সপ্তাহে কলকাতা এবং আশেপাশের এলাকার আবহাওয়া অনেকটা উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে, তাপমাত্রা দ্রুত হ্রাস পাচ্ছে এবং আবার বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া দফতরের মতে, শীতকাল প্রায় শেষ হয়ে এসেছে এবং ১৫ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স উইকের মধ্যে শেষ ঠান্ডা দিন ইতি টানবে।
কলকাতার আবহাওয়া
রবিবার থেকে সোমবার রাত পর্যন্ত কলকাতার তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমে ২২.২ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আগামী কয়েকদিন ধরে একই প্রবণতা লক্ষ্য করা হচ্ছে, ৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমতে থাকবে। এরপর, ৬ ও ৭ ফেব্রুয়ারি আবার পারদ বাড়বে, তবে ৮ ও ৯ ফেব্রুয়ারির দিকে এটি আরও একবার কমে যাবে। এই তাপমাত্রার পরিবর্তন ১১ বা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। আপাতত, সকালে আংশিক মেঘলা থাকার পর কলকাতার আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। যদিও আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বাতাসে আর্দ্রতার মাত্রা বেশ বেশি, ৪৭% থেকে ৯৫% পর্যন্ত।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
ভোরে, কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে। বিশেষ করে, দক্ষিণের ছয়টি জেলা কুয়াশার কবলে পড়েছে। আগামী দুই দিন ধরে, দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরেই থাকতে পারে। তবে সর্বনিম্ন পারদ ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
বাংলার বাকি অংশের ক্ষেত্রে, আবহাওয়া কিছুটা ভিন্ন। উত্তরবঙ্গে তাপমাত্রা ইতিমধ্যেই স্বাভাবিকের কাছাকাছি, এবং খুব বেশি ওঠানামা হবে না। তবে, উত্তরের পাঁচটি জেলা কুয়াশায় ঢাকা পড়েছে।যার ফলে দৃশ্যমানতা মাত্র ৫০ মিটারে নেমে এসেছে। অঞ্চলের অন্যান্য অংশে কুয়াশা হালকা হবে এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আকাশ পরিষ্কার হয়ে যাবে।