বিধানসভায় দলত্যাগ বিরোধী আইন নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় শুভেন্দুকে কটাক্ষ করে এক তৃণমূল বিধায়ক বলেন, “আমরা লোকসভা ভোটের পর কন্যাশ্রী না পেলে দিদিকে বলো। রূপশ্রী না পেলে দিদিকে বলো কর্মসূচি শুরু করেছিলাম। তাই বলছি, দলত্যাগবিরোধী আইন নিয়ে আপনি বাবাকে বলো কর্মসূচি নিন।’’ তারপর টিএমসির নিচুতলার কর্মীরা সোশ্যাল মিডিয়ায় শিশির অধিকারী এবং তার ফোন নাম্বার দিয়ে লোগো তৈরি করে বাবাকে বলো কর্মসূচির প্রচার শুরু করেন। তারপর থেকেই শিশির অধিকারীর কাছে হাজার হাজার ফোন যেতে থাকে। সেই ঘটনায় বিরক্ত হয়ে অবশেষে কাঁথি থানায় অভিযোগ দায়ের করলেন দিব্যেন্দু অধিকারী।