Arijit

তিনবারের সোনাজয়ী অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে ভারত, দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে

অলিম্পিক হকিতে ইতিহাস তৈরি করল ভারত। প্রথমবার অলিম্পিক হকির সেমিফাইনালে উঠল ভারতীয় মহিলা হকি দল। কোয়ার্টার ফাইনালে তিনবারের সোনাজয়ী অস্ট্রেলিয়াকে 1-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠল রানি রামপালরা। এই ম্যাচে ভারতের হয়ে একমাত্র গোল করেন গুরজিৎ কৌর। সেমিফাইনালে উঠে দেশকে গর্বিত করলেন রানি রামপালরা।

   

অলিম্পিকের শুরুতেই প্রথম তিনটি ম্যাচে হারতে হয়েছিল ভারতীয় মহিলা হকি দলকে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডের কাছে, আর তারপর জার্মানি এবং গ্রেট ব্রিটেনের কাছে পরাজিত হয়েছিল ভারতীয় মহিলা হকি দল।

তবে পরপর আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কামব্যাক করেছিল ভারত। কিন্তু অলিম্পিকের হট ফেভারিট অস্ট্রেলিয়াকে যে ভারত হারাতে পারে সেটা হয়তো অতি বড় ভারতীয় সমর্থকও ভাবতে পারেননি। আর এই অসম্ভবকে সম্ভব করে অলিম্পিকের সেমিফাইনালে ভারতীয় মহিলা হকি দল।