Arijit

কোহলি-শাস্ত্রী যুগের অবসান! ব্যর্থতার দায় নিয়ে ভারতীয় ক্রিকেট থেকে চিরবিদায় ধোনিরও

সোমবারে নামিবিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলা হয়ে গেল ভারতের। আর এই ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু জিনিসের সমাপ্তি ঘটল। একদিকে ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রির মেয়াদ শেষ হল অপরদিকে এই ম্যাচের পরই টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন অধিনায়ক বিরাট কোহলি। অর্থাৎ এই ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেটে বিরাট-শাস্ত্রী যুগেরও শেষ হল।

   

তবে বিরাট শাস্ত্রীর পাশাপাশি ভারতীয় ক্রিকেট থেকে আরও একজনের বিদায় ঘন্টা বেজে গেল, তিনি হলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপ শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধে দলের মেন্টর হিসেবে যোগদান করেছিলেন মহেন্দ্র সিং ধোনি।

সৌরভ, জয়ের বোর্ড ধোনিকে দলের সঙ্গে যুক্ত করে আসা করেছিলেন তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও একটা বিশ্বকাপ ঘরে তুলবে বিরাটের ভারত। কিন্তু বিশ্বকাপের শুরুতেই পরপর দুটি ম্যাচে হেরে ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল। একরাশ হতাশা নিয়ে দেশে ফিরছে ভারতীয় দল, সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটে ধোনির কয়েক দিনের সময়কালও শেষ হয়ে গেল।