Arijit

মোহালিতে কিংবদন্তি কপিলকে টপকে বিশ্বরেকর্ড গড়লেন অশ্বিন

মোহলিতে টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কা। এই ম্যাচে শ্রীলঙ্কাকে ইনিংস এবং 222 রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারত। এই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন ভারতের তারকা অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন।

   

এই ম্যাচে বল হাতে কপিল দেবের রেকর্ড ভাঙার এক সুবর্ণ সুযোগ ছিল অশ্বিনের সামনে। এই সুযোগ পুরোপুরি ভাবে কাজে লাগিয়ে কপিল দেবের রেকর্ড ভেঙ্গে দিলেন অশ্বিন। রবিবার মোহালিতে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে পাথুম নিশাঙ্কাকে সাজঘরে ফিরিয়েই কপিল দেবের 434 টেস্ট উইকেট স্পর্শ করেন অশ্বিন।

ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে রয়েছেন অনিল কুম্বলে, তার দখলে 619 টি উইকেট। 434 টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন কপিল দেব। এবার কপিল দেবকে টপকে গেলেন অশ্বিন। চরিথ আশালঙ্কাকে আউট করে 435 তম টেস্ট উইকেট নিয়ে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারির জায়গাও নিয়ে নিলেন তামিলনাড়ুর অফ স্পিনার। জীবনের 85 তম টেস্টে এই কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন। কপিলকে টপকে অশ্বিন এখন বিশ্বের নবম সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী। ভারতের দ্বিতীয়।