Arijit

কপিলের ৪০ বছরের পুরনো রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিলেন ঋষভ পন্থ

শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এক অনবদ্য নজির গড়লেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। কপিল দেবের দীর্ঘদিন দিনের রেকর্ড ভেঙে দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে হাফ সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ।

   

1982 সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র 30 বলে অর্ধশতরান করেছিলেন কপিল দেব। 40 বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ড ভেঙে দিলেন ঋষভ পন্থ। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র 28 বলে হাফ সেঞ্চুরি করলেন পন্থ।

কপিল দেবের পাশাপাশি টেস্টে উইকেট রক্ষক হিসেবেও এই অনবদ্য নজির গড়লেন ঋষভ পন্থ। এতদিন পর্যন্ত উইকেট রক্ষক হিসেবে সবথেকে কম বলে অর্ধশত রান করার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ইয়ান স্মিথ ও ভারতের মহেন্দ্র সিংহ ধোনির দখলে। মাত্র 28 বলে অর্ধশত রান করে এবার সেই রেকর্ড ভেঙ্গে দিলেন ভারতের ঋষভ পন্থ।