বিনোদন,বলিউড,মহিমা চৌধুরী,অনুপম খের,ব্রেস্ট ক্যান্সার,Entertainment,Bollywood,Mahima Chaudhry,Anupam Kher,Breast Cancer

Papiya Paul

স্তন ক্যান্সারে আক্রান্ত ‘পরদেশে’র নায়িকা মহিমা চৌধুরী, কঠিন লড়াইয়ের মধ্যেও অভিনয়ে ফেরার ইচ্ছে প্রকাশ অভিনেত্রীর

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মহিমা চৌধুরী(Mahima Chaudhry)। ১৯৯৭ সালে শাহরুখ খানের সঙ্গে ‘পরদেশ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এরপর একের পর এক বহু সুপারহিট সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন। তার মিষ্টি হাসি, অসাধারণ সৌন্দর্য্যে মুগ্ধ ছিলেন দর্শকেরা। তবে বেশ কয়েক বছর তিনি অভিনয় জগত থেকে বিরতি নিয়েছেন।

   

আর এবার শোনা যাচ্ছে এই অভিনেত্রী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার এই খারাপ খবরটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন বলিউডের অভিনেতা অনুপম খের। অনুপম লিখেছেন, ‘মহিমা চৌধুরীর ক্যান্সার যাত্রা ও সাহস। মহিমার সঙ্গে অনেক কথা হয়েছে আমার। ও যেগুলি আমাকে বলেছে তাতে আমার মনে হয়েছে এ কথাগুলো আপনাদের কেউ বলা দরকার। কথাগুলো শুনে অনেক মহিলাই হয়তো অনুপ্রাণিত হতে পারবেন। মনে সাহস যোগাতে পারবেন। মহিমা চান এই বিষয়টি সবাইকে জানানোর ব্যাপারে আমি ওর পাশে থাকি।’

অনুপম আরও লিখেছেন, ‘মহিমা একজন স্টার একজন হিরো। ওকে সকলে এখন ভালোবাসা দিন। সকলে পাশে থাকুন। ওর জন্য প্রার্থনা করুন। ও কিন্তু কাজে আবার ফিরেছে। সেই চেনা কাজে ফিরেছেন মহিমা। প্রযোজক ও পরিচালকদের উদ্দেশ্যে বলতে চাই এবার আপনারা মহিমাকে নিয়ে আবার নতুন করে কিছু ভাবুন। মহিমা তোমার জন্য জয় হোক।’

প্রসঙ্গত, দিওয়ানে, কুরুক্ষেত্র, ধারকান, লজ্জা, বাগবান, দিল হে তুমহারা, ডার্ক চকলেটের মতো বহু ছবিতে অসাধারণ অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন মহিমা চৌধুরী।