ভারত ও ইংল্যান্ডের মধ্যে পুনরায়োজিত পঞ্চম টেস্ট শুরু হওয়ার আগে হঠাৎই করোনা আক্রান্ত হয়ে এই ম্যাচ থেকে ছিটকে যান ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিত শর্মা ছিটকে যাওয়ায় এই টেস্টে ভারতের অধিনায়কত্ব তুলে দেওয়া হয় বুমরাহের কাঁধে। হঠাৎ করে অধিনায়কত্ব এসে গিয়েছিল বুমরাহের কাছে।
হঠাৎ করে অধিনায়কত্ব এর দায়িত্ব চলে আসায় অনেকেই ভেবেছিলেন বুমরা হয়তো চাপে পড়ে যাবে। চাপে তো পড়েনইনি, উল্টে এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনেই বিশ্বরেকর্ডের মালিক হয়ে গেলেন যশপ্রীত। তবে বোলার হিসাবে নয়, ব্যাটার হিসাবে।
ব্যাট হাতে স্টুয়ার্ট ব্রডকে পিটিয়ে এক ওভারে নিলেন ৩৫ রান করলেন বুমরাহ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেই রেকর্ড বুমরার আগে কেউ করতে পারেননি।
বুমরা এমন ব্যাটিং শিখলেন কার কাছে? জানালেন তাঁর স্ত্রী সঞ্জনা গণেশন। আইসিসির একটি ভিডিয়োতে বার্তা দিলেন তিনি।
এইদিন আইসিসি একটি পুরনো ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, আইসিসির একটি পুরনো অনুষ্ঠানে মাহেলা জয়বর্ধনে সঞ্জনাকে জিজ্ঞেস করেছিলেন যে, তিনি বুমরাকে বোলিং নিয়ে কোনও টিপস দেন কি না। উত্তরে সঞ্জনা বলেছিলেন, “আমি? না, আমি তো শুধু ওর ব্যাটিংয়ের দিকেই নজর দিয়েছি। সেখানে আমি দারুণ সফল হয়েছি। ব্যাট হাতে ওর যে সাফল্য তা সব আমার জন্য।” আইসিসি সেই ভিডিওটাই জুড়ে দিয়েছে বুমরার এজবাস্টনে ব্যাটিংয়ের ভিডিয়োর পর।