বাংলা ছেড়ে এবার পাকাপাকিভাবে ত্রিপুরার হয়ে খেলতে চলেছেন ঋদ্ধি, জানালেন ওই ক্রিকেট সংস্থার প্রধান

ভারতীয় দল থেকে বাদ পড়ার পর বাংলা রঞ্জি দলেও জায়গা হয় নি ঋদ্ধিমান সাহার। বাংলা রঞ্জি দলে ঋদ্ধির জায়গা না হওয়ার কারণ অবশ্য বাংলা ক্রিকেট বোর্ডের এক কর্তার সঙ্গে মনোমালিন্য। তবে রঞ্জির নকআউট পর্বে বাংলা দলে ঋদ্ধির নাম ঘোষণা করা হলেও তিনি বাংলার খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন।

বাংলা দল থেকে নিজের নাম তুলে নেওয়ার পর ঋদ্ধি জানিয়ে ছিলেন তিনি সিএবি থেকে নিজের এনওসি সার্টিফিকেট নিয়ে আসবেন। বাংলার ক্রিকেট সংস্থা থেকে শনিবার ছাড়পত্র পেয়ে গিয়েছেন তিনি। তারপর  ঋদ্ধিকে প্রশ্ন করা হয় তিনি কোন রাজ্যের হয়ে খেলবেন? সেই দিন অবশ‍্য কোনও রাজ্যের নাম নেননি তিনি।

মঙ্গলবার যদিও ত্রিপুরার তরফে জানানো হল তাদের হয়েই খেলবেন ঋদ্ধি। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ত্রিপুরা ক্রিকেট সংস্থার যুগ্ম-সচিব কিশোর দাস বলেন, “আমরা ঋদ্ধিমান সাহার সঙ্গে কথা বলেছি। ও আমাদের রাজ্যের খেলতে রাজি হয়েছে। সিনিয়র দলের মেন্টর হিসাবেও কাজ করবে ও।” ১৫ জুলাইয়ের মধ্যে চুক্তিপত্রে সই হয়ে যাবে বলেও জানিয়েছেন কিশোর।

Avatar

Koushik Dutta

X