Papiya Paul

সাহসী মা! বাঘের পিছনে ১ কিমি ছুটে নিজের ছেলেকে মৃত্যুরমুখ থেকে বাঁচিয়ে আনলেন মা

একজন মা তার সন্তানের জন্য যে কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। এমনকি প্রয়োজন হলে নিজের প্রাণ দিয়েও সন্তানের প্রাণ বাঁচায় মা। আর নিজের সন্তানকে বাচাঁনোর কথা উঠলে যে কোনো রকমের বাঁধাই অতিক্রম করতে পারেন মা। এমনই এক মায়ের অসাধারণ কীর্তির কথা তুলে ধরব আপনাদের সামনে।

   

ভারতের মধ্যপ্রদেশের বাড়িয়া গ্রামে বেশ কিছুদিন আগেই এক আট বছরের বালককে তুলে নিয়ে যায় একটি চিতাবাঘ। জানা যায় রবিবার সন্ধ্যে নাগাদ রান্নার কাজে ব্যস্ত ছিলেন ওই মা। তখন তার তিন সন্তান বাইরে খেলছিল। আচমকাই সেখানে চিতাবাঘ এসে তার আট বছরের ছেলে রাহুলকে তুলে নিয়ে যায়। ঘটনাটি দেখে কোনো কিছু না ভেবেই বাঘের পেছনে প্রায় এক কিলোমিটার ছুটে যায় মহিলা। কিন্তু ওই বাঘ তখন জঙ্গলের মধ্যে বাচ্চাটিকে নিয়ে লুকিয়ে পড়ে। তবুও হাল ছাড়েননি ওই মা।

তিনি সাহস করে বারবার ওই বাঘকে ভয় দেখানোর চেষ্টা করেন। এরপর ওই বাঘও তার ওপর পাল্টা আঘাত হানে। কিন্তু অবশেষে লাঠির বাড়ি দিতেই চিতাবাঘ বাচ্চাটিকে ফেলে জঙ্গলে পালিয়ে যায়। আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে নিয়ে আসেন কিরন দেবী। তিনি বলেন, ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে তার ছেলেকে মুখে কামড় দিয়ে জঙ্গলে পালিয়ে যায় বাঘ। এরপর তিনি প্রায় এক কিলোমিটার রাস্তা ধাওয়া করে রীতিমতো লড়াই করে বাঘের মুখ থেকে নিজের সন্তানকে ছিনিয়ে আনেন।

নিজের সন্তানকে বাচাঁনোর এমন লড়াইকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। দেশজুড়ে প্রত্যেকেই তার প্রশংসা করেছেন। জানা গেছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী অব্দি এই ঘটনা শুনে অবাক হয়েছেন এবং ওই মাকে প্রণাম জানিয়েছেন। সত্যি মা তো মা-ই হয়, সন্তানের জন্য নিজের প্রাণ দিতেও একবারও ভাবেন না মা।