a offbeat hill station of sikkim

Moumita

জানলা দিয়েই দেখুন কাঞ্চনজঙ্ঘা! এই হিল স্টেশনে ঘুরতে গেলে খুশি হবে আপনার পরিবার

বাঙালির পাহাড় বলতে ওই সবে ধন নীলমণি ‘দার্জিলিং'(Darjeeling)। খুব বেশি হলে সিকিম(Sikkim) থেকেও ঘুরে আসে কেউ কেউ। এমতাবস্থায় অনেকেই পা বাড়ায় সিকিমের দিকে‌। সবে মিলিয়ে উত্তরবঙ্গ এখন থিক থিক করছে পর্যটকদের ভিড়ে। তবে অনেকেই আবার এই পর্যটকদের ভিড় এড়িয়ে একটু শান্ত নিরিবিলি জায়গা খোঁজেন। তাদের জন্য এমনই এক অফবিট হিলস্টেশনের(Hill Station) সন্ধান রইল আজকের প্রতিবেদনে।

   

ভ্যাপসা গরম আর বারবার পাওয়ার কাটের হাত থেকে রক্ষা পেতে উত্তরবঙ্গই এখন একমাত্র ভরসা। এইমুহুর্তে স্বল্প খরচে ঘুরতে যাওয়ার একদম আদর্শ জায়গা হল সিকিম। এত অল্প টাকায় এমন সব সুন্দর জায়গা আপনি দেখতে পাবেন যা চিরকাল আপনার মনের মণিকোঠায় থেকে যাবে। এরকম কিছু জায়গার কথা বলব এখানে।

সিকিম বলতেই প্রথমেই যে নামগুলি মাথায় আসে তা হল গ্যাংটক, কালা পাত্থার, নাথুলা, পেলিং, লাচুং, কিংবা ছাঙ্গু। তবে আজ আমরা এইসব জায়গার কথা বলবনা। বরং সম্পূর্ণ নতুন এক গ্রামের কথা বলব আজকের প্রতিবেদনে। ছোট্ট এই গ্রাম মনখিমের হদিশ তুলে ধরা হল আজকের প্রতিবেদনে।

Mankhim,Mankhim Sikkim,Samsing,Kolkata,Hill station,Jalpaiguri,Mountain,Travel,Travel news,সামসিং,হিল স্টেশন,কলকাতা,পাহাড়,ভ্রমণ,ভ্রমণ সংবাদ,জলপাইগুড়ি,How to go to Samsing,How to go to Samsing from Kolkata,Mankhim a offbeat hill station in Sikkim

বলা হয় মনখিমে নাকি সারাদিন চোখ মেলে থাকে কাঞ্চনজঙ্ঘা। বাড়িঘর সুন্দর করে সাজানো। আর সেই সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বিরাট দেবদারু এবং পাইন গাছের জঙ্গল‌। গাছপালা, পাহাড় সব মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে। সবে মিলিয়ে মখনমের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে।

 

Mankhim,Mankhim Sikkim,Samsing,Kolkata,Hill station,Jalpaiguri,Mountain,Travel,Travel news,সামসিং,হিল স্টেশন,কলকাতা,পাহাড়,ভ্রমণ,ভ্রমণ সংবাদ,জলপাইগুড়ি,How to go to Samsing,How to go to Samsing from Kolkata,Mankhim a offbeat hill station in Sikkim

এখানে রয়েছে এক মনেস্ট্রি। যেখানে গেলে দেখতে পাবেন গৌতম বুদ্ধের মূর্তি। গ্রামের মধ্যেও হেঁটে দেখার অনেক জায়গা রয়েছে। তবে জানেন কি সিকিমের এই জায়গার সাথে জড়িয়ে রয়েছে ভারতের এক গৌরবময় ইতিহাস। অনেকেই হয়ত জানেননা যে, ভারত-চিন যুদ্ধের সময় এই মনখিমেই ক্যাম্প করে বাঙ্কার করা হয়েছিল। তাই সবকিছু একসাথে উপভোগ করতে হলে আজই বেরিয়ে পড়ুন মখনিমের উদ্দেশ্যে।