নিউজশর্ট ডেস্ক: বর্তমান সময়ে যেকোনো গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে আধার কার্ড(Aadhaar Card) বিশেষ গুরুত্বপূর্ণ। তবে এখন রাজ্যের বহু নাগরিকের কাছে আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি পাঠানো হয়েছে বলে অনেকে দাবি করছেন। আর এর ফলে বহু মানুষেরই চিন্তা শুরু হয়েছে এবার প্রশ্ন হল এই চিঠি কেন পাঠানো হচ্ছে? এই চিঠি পেলে কি করা উচিত?
রাজ্যের মানুষের এই সমস্যার কথা ভেবে বড় পদক্ষেপের ঘোষণা করলো নবান্ন। এই নবান্ন সূত্রের প্রাপ্ত খবর অনুযায়ী সমস্ত জেলায় আধার কার্ড বাতিল হয়েছে তাদের নামের তালিকা দ্রুত জমা দিতে হবে। এছাড়া মুখ্যসচিব একটি নির্দেশিকা জারি করেও জানিয়েছেন যে যাদের যাদের আধার কার্ড বাতিল হয়েছে বলে জানা গিয়েছে তাদের বাড়িতে যান তাদের বিস্তারিত ঠিকানা, আধার কার্ডের জেরক্স কপি নিয়ে নবান্নে বিস্তারিত তথ্য জানানোর কথা বলেছেন।
গত সোমবার জেলা প্রশাসকের সঙ্গে একটি আলোচনা করেন মুখ্যসচিব। সেখানেই মুখ্যসচিব নির্দেশিকা জারি করেছেন যে যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের জন্য একটি পোটাল চালু করা হয়েছে। সেই পোটালের বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।
সূত্র মারফত জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আধার কার্ড প্রসঙ্গে অভিযোগ করে বলেছেন যে তপশিলি ফেডারেশন থেকে শুরু করে একাধিক জায়গা থেকে তিনি অভিযোগ পেয়েছেন।
লোকসভা ভোটের আগে সাধারণ মানুষের মধ্যে এই ধরনের আতঙ্ক কেন তৈরি করা হচ্ছে? কেন তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের বেছে বেছে আধার কার্ড বাতিল করা হচ্ছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার।