আইপিএলে আমাদের বাংলাকে অর্থাৎ কলকাতাকে রিপ্রেজেন্ট করে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স আইপিএল এ বাংলা দলের হয়ে অংশগ্রহণ করলেও এই দলে নেই বাংলার কোন ক্রিকেটার। এই অভিযোগ দীর্ঘ দিন ধরেই রয়েছে।
একটা সময় কেকেআরের হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়, মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান, শ্রীবৎস গোস্বামী, মহম্মদ শামিরা খেললেও অনেক বছর হয়ে গেল বাংলার কোনও ক্রিকেটারকে দলে দেখা যায় না। বাংলা থেকে এবারের আইপিএলে বেশ কয়েকজন ক্রিকেটার খেললেও তারা অন্যন্য ফ্রাঞ্চাইজির হয়ে খেলছে। ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, শাহবাজ আহমেদ, ঈশান পোড়েলদের কারুর জায়গা হয়েছে গুজরাতে, কারুর জায়গা বেঙ্গালুরুতে, আবার কেউ খেলছে পঞ্জাবের হয়ে।
এবার কেকেআর দলে বাংলার ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। এইদিন অভিষেক ডালমিয়া বলেন, “কেকেআরে বাংলার আরও বেশি ক্রিকেটার দেখতে চাই। বোর্ডেও আইপিএল নিয়ে এক বৈঠকে এ কথা বলেছি।”