টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,বিতর্ক,রান্নাঘর,দিদি নাম্বার ওয়ান,রচনা ব্যানার্জী,সুদীপা চ্যাটার্জী,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Controversy,Rannaghar,Didi No 1,Rachana Banerjee,Sudipa Chatterjee

Moumita

‘এই ভাইরাস টাকেও সরানো হোক’, সুদীপার পর এবার রচনাকে বয়কটের ডাক, ভাইরাস বলেও কটাক্ষ নেটিজেনদের

প্রথমে সুদীপার ‘রান্নাঘর’ তারপর রচনা ব্যানার্জির ‘দিদি নম্বর ওয়ান’, এই তো ছিল বাঙালির রোজকার রুটিন। ভাতঘুমের পর এক কাপ চা আর এই দুটি শো, কখন যে একঘন্টা পেরিয়ে যায় বুঝতেই পারা যায়না। অন্তত বাঙলার মা মাসির তো এতেই অভ্যস্ত ছিল। তবে এবার বোধহয় ছেদ পড়তে চলেছে এই অভ্যাসে।

   

এখবর তো আগেই পেয়েছেন যে, বিগত ১৭ বছর ধরে জি বাংলাতে যে কুকিং শো চলে আসছিল এতদিন এবার তার বিদায় নেওয়ার পালা। অন্তত স্টুডিওপাড়ার গুঞ্জন তো এমনটাই। সূত্রের খবর, জি বাংলা নাকি খুব শীঘ্রই একটি নতুন শো আনতে চলেছে চ্যানেলে। আর এরই মাঝে খবর মিলল, এবার নাকি ‘দিদি নম্বর ওয়ান’-এও আসছে বড়ো বদল।

স্টুডিওপাড়ার গুঞ্জন বিগত ১০ বছর ধরে যে শো চালনা করছেন রচনা, সেই শো থেকেই বাদ দেওয়া হচ্ছে তাকে। রচনা ছাড়া যে ‘শো’র কথা ভাবাই যায়না সেখান থেকেই নাকি বাদ পড়ছেন অভিনেত্রী। সূত্রের খবর, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ দাবি তুলেছেন যে, এই শো থেকে সরাতে হবে রচনা ব্যানার্জীকে। রচনার পরিবর্তে অন্য কাউকে দেখতে চান তারা।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,বিতর্ক,রান্নাঘর,দিদি নাম্বার ওয়ান,রচনা ব্যানার্জী,সুদীপা চ্যাটার্জী,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Controversy,Rannaghar,Didi No 1,Rachana Banerjee,Sudipa Chatterjee

আসলে সম্প্রতি সুদীপার প্রতি বিরক্ত হয়ে তাকে বয়কট করার জন্য উঠেপড়ে লেগেছে নেট নাগরিকরা। আর তারমধ্যেই কিছু নেটিজন তো অভিনেত্রীকে ভাইরাস বলেও কটাক্ষ করেছেন। এক ইউজার মন্তব্য করেছেন, ‘এবার রচনা নামক ভাইরাসটাকেও বাদ দেওয়া হোক! সঞ্চালিকার জায়গায় নতুন মুখ দেখতে চায় সবাই’।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,বিতর্ক,রান্নাঘর,দিদি নাম্বার ওয়ান,রচনা ব্যানার্জী,সুদীপা চ্যাটার্জী,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Controversy,Rannaghar,Didi No 1,Rachana Banerjee,Sudipa Chatterjee

তবে এখানে বলে রাখি, এর আগেও বেশ কয়েকবার রচনার পরিবর্তে নতুন মুখ-কে সঞ্চালিকা হিসেবে আনা হয়েছিল, আর তাতে টিআরপি বৃদ্ধি পাওয়া তো দূর উলটে একেবারে তলানিতে ঠেকেছিল। তবে এবার নেট নাগরিকদের এইসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেবে চ্যানেল কর্তৃপক্ষ সেটা তৈ সময়ই বলবে।